Narendra Modi Birthday: প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট কুণাল ঘোষের, আরও কী লিখলেন...
PM Modi News: রাজনৈতিক সৌজন্যতার নজির রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৪তম জন্মদিনের (Narendra Modi Birthday) শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ( TMC Leader Kunal Ghosh)। তীব্র রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও পারস্পরিক সৌজন্যতার নজির রাখলেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ টুইট করেন, "শুভ জন্মদিন নরেন্দ্র মোদি, মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক দিক থেকে ধারাবাহিকভাবে আপনার বিরোধিতা করব। কিন্তু, আমেদাবাদ এপিসোডের সময় থেকে আপনার দৃঢ় স্মৃতিশক্তির কথা সবসময় মনে রাখব।"
Happy birthday @narendramodi, Respected PM.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 17, 2024
Shall continue to oppose you politically, but Shall always remember your strong memory starting from Ahmedabad episode. pic.twitter.com/2XSRYbrOir
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ৭৪ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ-বিদেশ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন নানা স্তরের মানুষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কিংবা গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সবাই প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে জন্মদিনেও নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালেই তিনি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছে গেছেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও নানা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে।
ভুবনেশ্বরে নেমেই তিনি পৌঁছে যান প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাওয়া অন্ত্রজামাই নায়েক ও জাহাজা নায়েকের বাড়িতে। তাঁদের বাড়িতে গিয়ে ওই পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। খেলা করেন তাঁদের নাতি সৌমজিতের সঙ্গেও। নায়েক পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খাওয়ানো হয় সুস্বাদু ক্ষীর। পরে ভুবনেশ্বরে একটি সভা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।