PM Modi: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মোদির উপস্থিতি নিয়ে সংশয়
PM Narendra Modi: ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।
কলকাতা: ২০ এপ্রিল থেকে শুরু হওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (Bengal Global Business Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আসা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্যের শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মোদির অনুপস্থিতি নিয়ে বিতর্ক
কিন্তু প্রধানমন্ত্রী এই বিজনেস সামিটে থাকবেন কিনা, সে ব্যাপারে নবান্ন থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এদিকে, পিআইবি-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮ থেকে ২০ এপ্রিল গুজরাতে থাকবেন নরেন্দ্র মোদি। ফলে ২০ এপ্রিল গুজরাতের কর্মসূচি সেরে কলকাতায় শিল্প সম্মেলনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী আসতে পারবেন কিনা, সে ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।
রাজ্য সূত্রে খবর, নবান্নের নজর রয়েছে এখন বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের দিকে। রাজ্য জুড়ে কত শিল্পপতিদের অংশগ্রহণ করবেন? কী ভাবে হবে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন? বিভিন্ন জেলার জুড়ে কী ভাবে আয়োজিত হবে? এই সব বিষয়েই আলোচনা হয়ে গিয়েছে।
আরও পড়ুন, 'সায়রা হালিমের কোনও ক্লাস নেই', পরাজিত বাম প্রার্থীকে আক্রমণ বাবুলের
একই সময়ে বরিসনের ভারত সফর
অন্যদিকে পরের সপ্তাহেই ভারতে আসতে পারেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে পারেন। জনসনের অফিস থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জনসন ২২ এপ্রিল বিস্তারিত আলোচনা করবেন। কৌশলগত প্রতিরক্ষা, কূটনীতি ও অর্থনৈতিক পার্টনরশিপ নিয়ে আলোচনা হবে। যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরে পারস্পরিক নিরাপত্তা সমঝোতা আরও বাড়ানো যায়। ২১ এপ্রিল আমদাবাদ পরিদর্শন করবেন জনসন। গুজরাতের অন্যতম প্রধান শহর এবং ব্রিটেনে বসবাসকারী অর্ধেক অ্যাঙ্গলো-ইন্ডিয়ানদের পৈত্রিক বাড়ি। ডাউনিং স্ট্রিট সূত্রের খবর, ব্রিটেনে প্রধান বিনিয়োগ নিয়ে গুজরাতে ঘোষণা করতে পারেন জনসন।