এক্সপ্লোর
Duare Sarkar : ২৬ জানুয়ারির পর ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে
ক্যাম্প কোথায়, কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও যাঁদের রয়েছে , তাঁরা অনায়াসেই নিজ নিজ এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ঠিকানা খুঁজে বের করে ফেলতে পারবেন।

২৬ জানুয়ারির পর ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প?
1/9

দুয়ারে সরকার । ইতিমধ্যেই রাজ্য সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ। ২০২০ সালে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বিভিন্ন প্রকল্পকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ইতিমধ্যেই জনপ্রিয়।
2/9

গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বছরের বিভিন্ন সময় দুয়ারি সরকারের ক্যাম্প হয়। তার মাধ্যমে রাজ্য সরকারের নির্দিষ্ট প্রকল্পগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।
3/9

ক্যাম্প কোথায়, কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও যাঁদের রয়েছে , তাঁরা অনায়াসেই নিজ নিজ এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ঠিকানা খুঁজে বের করে ফেলতে পারবেন।
4/9

কারও সাহায্য নিতে হবে না। কাউকে আলাদা করে টাকাও দিতে হবে না। সরকারি সুবিধা সরাসরি নিন ক্যাম্প থেকে। সোমবার সন্দেশখালির মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "২৬ জানুয়ারির পর, মুখ্যসচিবকে বলব। প্রত্যন্ত এলাকায় যাতে যেতে সমস্যা হয়, তাদের আরেকটা দুয়ারে সরকার করার জন্য।
5/9

কীভাবে পাবেন দুয়ারে সরকারের সুবিধা ? কীভাবে খুঁজে নেবেন আপনার ক্যাম্প ? এর জন্য আপনার ফোন থেকে যান সরকারি ওয়েবসাইটে। সামনেই যখন আপনার জেলায় দুয়ারে সরকার থাকবে তখন নির্দিষ্ট পেজে গেলেই পেয়ে যাবেন সব ডিটেইলস।
6/9

ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট। ক্লিক করতে হবে। পাতার ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp - অংশে ক্লিক করতে হবে।
7/9

এরপর যে পাতাটি খুলবে, সেখানে নিজের জেলা সিলেক্ট করতে হবে। পরে ব্লক/লোকাল বডি অংশে যেতে হবে। সেখান থেকে গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে।
8/9

দেখবেন, আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্য়াম্প কোথায় হবে সামনে চলে আসবে। লিখে নিন। আর সেইমত সকাল সকাল নির্দিষ্ট দিনে পৌঁছে যান ক্যাম্পে।
9/9

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ইত্যাদি নানা প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এখানে।
Published at : 31 Dec 2024 03:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
