Calcutta High Court: BJP কর্মী অভিজিৎ খুনের চার্জশিটে নাম ! হাইকোর্টে আগাম জামিনের আবেদন TMC বিধায়ক পরেশ ও দুই কাউন্সিলরের
TMC Paresh In High Court: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ খুনের চার্জশিটে বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলরের নাম উল্লেখ করেছিল সিবিআই ! এবার হাইকোর্টে আগাম জামিনের আবেদন ৩ তৃণমূল নেতার

প্রকাশ সিন্হা, কলকাতা: কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে নাম উল্লেখ করেছিল সিবিআই! এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ।
আরও পড়ুন, লড়াই শেষ, ভুবনেশ্বর AIIMS-এ মৃত্যু ছাত্রীর, ওড়িশা বনধের ডাক কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম উল্লেখ করেছিল সিবিআই! এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন তিন তৃণমূল নেতা। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তাঁরা। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাঁকে। মৃত্য়ুর আগে, বাড়িতে হামলার মুহূর্তে ফেসবুক লাইভে মারাত্মক দাবি করেছিলেন অভিজিৎ সরকার।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় CBI. ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। সেই খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনে CBI। সিবিআই সূত্রে দাবি, এই খুনের মামলায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে শুক্রবার সশরীরে হাজিরা দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ CBI আদালত।























