Presidency University: প্রেম করলেই 'ধরপাকড়', অভিভাবকদের তলব কেন? কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের
প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের একাংশের। ডিন অফ স্টুডেন্টস-কে স্মারকলিপি এসএফআইয়ের ।
কলকাতা: প্রেসিডেন্সিতে প্রেম করলে 'ধরপাকড়' ! তলব করা হচ্ছে জুটি-র অভিভাবকদের। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের একাংশের। ডিন অফ স্টুডেন্টস-কে স্মারকলিপি এসএফআইয়ের । 'অত্যন্ত ব্যক্তিগত ঘটনা ঘটছে ক্যাম্পাসে। ছাত্র-অভিভাবকদের কাউন্সেলিং করা হচ্ছে'। দাবি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বহু আন্দোলনের আতুরঘর। আর সেই বিশ্ববিদ্যালয়েই এবার উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ক্যাম্পাসে প্রেম করলেই নাকি অভিভাবকদের তলব করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসএফআইয়ের দাবি, নীতি পুলিশি করা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে প্রেম করলেও নাকি ধরপাকড় করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষের দাবি বিশ্ববিদ্যালয়ে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকাকে ঘিরেই আপত্তি উঠছে। আর তাই কাউন্সেলিং-এর জন্যই অভিভাবকদের ডেকে পাঠানো হচ্ছে। ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে যা নিয়ে প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) পড়ুয়ারা। কিছুদিন আগেই ৪ টিএমসিপি (TMC) নেতার 'শাস্তি' হয়। চলতি সিমেস্টারের জন্য ২ টিএমসিপি নেতা সাসপেন্ড (Suspend)। ৪ টিএমসিপি নেতার হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে শাস্তি। তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের পদক্ষেপ, পাল্টা টিএমসিপি।
অন্যদিকে, কিছু দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, কলেজ স্ট্রিট অবরোধ করেন বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। পাল্টা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছে TMCP।
গভীর রাতে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের ঐতিহ্য়শালী হিন্দু হস্টেলে তাণ্ডব। বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, বৃহস্পতিবার দুপুরে কলেজ স্ট্রিটের ৪ মাথা মোড় অবরোধ করেন বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা।
ঘটনার প্রতিবাদে, শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্ট্রিটের চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিশ্ববিদ্য়ালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ করা হয় কলেজ স্ট্রিটের মোড়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার জেরে হিন্দু হস্টেল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে মোতায়েনও করেছিল পুলিশ।