Purba Bardhaman News: ফোন করে ডেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রেমিক, পলাতক ১
Purba Bardhaman News: স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী নির্যাতিতা। অভিযুক্ত সাহেরউদ্দিন চৌধুরী ওরফে রাজার সঙ্গে কিছু দিন আগে পরিচয় হয় তার। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।পেশায় টোটোচালক সাহের।
কমলকৃষ্ণ দে, ভাতার: স্কুলের গণ্ডি না পেরনো ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক। তার পর ফোন করে ডেকে বন্ধুর সঙ্গে মিলে ধর্ষণের অভিযোগ (Alelged Rape)। ভাতারে (Bhatar Rape) গ্রেফতার (Rape Accused Arrested) এক যুবক। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতি (Rape Survivor) । এই ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী নির্যাতিতা। অভিযুক্ত সাহেরউদ্দিন চৌধুরী ওরফে রাজার সঙ্গে কিছু দিন আগে পরিচয় হয় তার। ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।পেশায় টোটোচালক সাহের।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় গুলি চলল ডায়মন্ড হারবারে, আহত তৃণমূল কর্মী
পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে তাকে দেখা করতে বলেন সাহেরউদ্দিন। সেই মতো বাড়ি থেকে বেরোয় সে। সেই সময় সাহেরের সঙ্গে তার এক বন্ধুও ছিলেন। টোটোয় চেপে আমারুনে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই সাহের এবং তাঁর বন্ধু মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর নির্যাতিতাকে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। কোনওরকমে সেখান থেকে রাস্তায় উঠে আসে মেয়েটি। তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই হাসপাতালে নিয়ে যান মেয়েটিকে। খবর দেওয়া হয় বাড়িতে।
এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে মেয়েটি। সর্ব ক্ষণের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। মেয়েটির পরিবার দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে।
এর পর নির্যাতিতার মামা থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার সঙ্গে কথা বলে সাহেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। শুক্রবার তাঁকে বর্ধমান আদালতেও তোলা হয়। সাহেরের বন্ধুর খোঁজ মেলেনি এখনও পর্যন্ত।