Purba Bardhaman: পাকা বাড়ি থাকতেও প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম কেন? প্রশ্নে পঞ্চায়েত সমিতির সভাপতি
PM Awas Yojana Scheme: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বেশ কিছু দিন ধরেই সরব বিরোধীরা। সেই তালিকায় সংযোজন পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত।
রাণা দাস, পূর্ব বর্ধমান: প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana Scheme) নিয়ে দুর্নীতি (corruption) ও স্বজনপোষণের অভিযোগে বেশ কিছু দিন ধরেই সরব বিরোধীরা (opposition)। এবার সেই তালিকায় সংযোজন পূর্ব বর্ধমানের (purba bardhaman) রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত। অভিযোগ, পাকা বাড়ি থাকতেও আবাস যোজনায় নাম রয়েছে তাঁর।
কী অভিযোগ?
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় রায়না ১ নম্বর ব্লকের তালিকায় ৬৮১ নম্বরে নাম রয়েছে রত্না মোহন্তের। কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন, তাঁর পাকা বাড়িও রয়েছে। রত্না রায়না ১ নম্বর ব্লকের নতু অঞ্চলের হরিপুরের বাসিন্দা। সেখানেই তাঁর পাকা বাড়ি রয়েছে। তা হলে কোন যুক্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম উঠল তাঁর? প্রশ্ন বাসিন্দাদের। রত্নার অবশ্য বক্তব্য, 'যখন সমীক্ষা হয়, তখন আমার একটি মাটির বাড়ি ছিল। এখন আমি পাকা বাড়ি করেছি। তাই আমার জায়গায় যাতে অন্য কোনও দুঃস্থ মানুষ এই সুযোগ পান তার জন্য এখন নাম বাতিলের আবেদন করেছি।' যদিও বিক্ষুব্ধ বাসিন্দাদের একাংশের দাবি, ক্ষোভের আগুন টের পেয়েই এমন পদক্ষেপ করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আবেদন জানিয়েছেন বিডিওকে। যদিও বিরোধী শিবিরের দাবি, তাদের ধারাবাহিক প্রতিবাদের জেরেই সতর্ক হয়ে পদক্ষেপ করেছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনাচক্রে গত কাল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে যে অঙ্গনওয়াড়ি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল, তাঁর পরিবারও দাবি করে আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। সেই চাপ নিতে না পরেই আত্মঘাতী হয়েছেন রেবা বিশ্বাস রায় নামে ওই ICDS কর্মী।
অঙ্গনওয়াড়ি কর্মীর রহস্যমৃত্যু...
পরিবার সূত্রে খবর, সোমবার বাড়ির পিছন থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই অঙ্গলওয়াড়ি কর্মীর। অভিযোগ, আবাস যোজনা প্রকল্পে নাম তোলা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল। সমীক্ষায় গিয়ে হুমকিও পান ওই অঙ্গনওয়াড়ি কর্মী। সেই চাপ সহ্য করতে না পেরেই বছর ৪৯-এর রেবা বিশ্বাস রায় আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। স্বরূপনগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। ICDS কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি। গোটা ঘটনায় সোমবার সকালে স্বরূপনগরের বিডিও অফিসের সামনের সামনে পথ অবরোধ করে বিজেপি। বিডিও কৃষ্ণগোপাল ধাড়ার অবশ্য দাবি, তিনি কোনও অভিযোগ পাননি। তবে প্রাথমিক ভাবে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাঁদের বাড়ি পাওয়ার কথা তাঁদের এলাকা ধরে সমীক্ষা চলছে। সেই সমীক্ষার কাজেই যুক্ত ছিলেন রেবা বিশ্বাস। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কোনও কিছু পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:স্বাস্থ্য ভবনের বৈঠক অনিশ্চিত, কলকাতা মেডিক্যাল কলেজে জট চলছেই