East Bardhaman News: 'পূর্বস্থলীতে বিজেপির ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা..' ! গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
East Bardhaman BJP Vote Bank Controversy : পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। গুরুতর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে !

পূর্ব বর্ধমান: পূর্বস্থলীতে বিজেপির ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। কয়েকদিন আগে পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক প্রায় ৮০০ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেন। বিজেপির অভিযোগ, শতাধিক বিজেপি সমর্থকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়েছে। বেছে বেছে তাদের ভোটারদের নাম বাদ দিতেই তৃণমূলের এই চক্রান্ত বলে গেরুয়া শিবিরের অভিযোগ। বিজেপি ভয় পেয়ে মিথ্যা অভিযোগ করছে, প্রতিক্রিয়া তৃণমূলের।
প্রসঙ্গত, বাংলায় ১৭ লক্ষ ভুয়ো ভোটারের তালিকা রয়েছে, দাবি করেছিল রাজ্য বিজেপি। পাল্টা এপিক নং ইস্যুতে বিস্ফোরক অভিযোগ তুলেছিল তৃণমূল সুপ্রিমো। যদি কার পাল্লা ভারী ? বোঝাতে বাংলায় তোলপাড় ফেলে, এবার ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনে রাজ্য বিজেপির ১০ জন সাংসদ। সম্প্রতি ভুতূড়ে ভোটার ইস্যু, হিংসা ইস্যু সহ একাধিক অভিযোগ নিয়ে কমিশনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার।
ভুতুড়ে ভোটার ইস্যুতে সম্প্রতি সুকান্ত মজুমদার প্রশ্ন তুলে বলেছিলেন, 'কারা মারা যাচ্ছে, শ্মশানে-কবরস্থানে ডেটা এন্টি হওয়ার পরেও কেন সেই নামগুলি বাদ যাবে না ? ' পাশাপাশি বিজেপি নেতার সংযোজন, ডুপ্লিকেট এপিক বলে তৃণমূল যে জলঘোলা করার চেষ্টা করছে, আমি আগেই বললাম আমার নামে যদি ..আপনার সঙ্গে আমার এপিক কার্ড যদি এক হয়, আপনি আমার বুথে ভোট দিতে পারবেন, আমি আপনার বুথে ভোট দিতে পারব। এটা অতবড় সমস্যা নয়। জলঘোলা করে তিনি অন্য জায়গায় তিনি থাকতে চাইছেন। সমস্যা যদি দুটো বিধানসভায় আমার নাম থাকে, আমার ছবি থাকে, আমি একজায়গায় ভোট দিলাম..। প্রথম দফায় দিলাম উত্তরবঙ্গে। তৃতীয় দফায় ভোট দিলাম দক্ষিণবঙ্গে। হয়ে গেল কাজ এইটা বেশি গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন, 'খুনের পর পোশাক বদল করে অভিযুক্ত', খুলে রেখে যায় রক্তমাখা জুতোও ! কোথায় রয়েছে সে এখন ?
সম্প্রতি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ভূতুড়ে ভোটারের খোঁজ মিলেছিল। বাংলাদেশের রিঙকু শর্মা পদবী পাল্টে হন রিঙ্কু শীল। একইভাবে বাংলাদেশের বাসিন্দা অর্জুনকান্তি রায়, এ রাজ্যে হয়ে গেছেন অর্জুন রায়। ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়েই এমন দুই ভুয়ো ভোটার হাতে নাতে ধরেছে তৃণমূল। এমন সব ভুয়ো ভোটারদেরকে বৈধতা দেওয়ার পক্ষেই সওয়াল করছে বিজেপি। অথচ ভোটার এপার বাংলার। রয়েছে ভারতের রেশন কার্ডও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে, ফের খোঁজ মিলল ভুয়ো বাংলাদেশী ভোটারের! মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজে নেমেছেন তৃণমূলকর্মীরা। এই প্রেক্ষাপটে সামনে এসেছে পূর্বস্থলী উত্তর বিধানসভার পারুলিয়ার ১৩৯ নম্বরে থাকা রিঙকু শীলের নাম। অভিযোগ, এই রিঙকু শীল আদতে বাংলাদেশের বাসিন্দা। সেখানে তাঁর নাম ছিল রিঙকু শর্মা। পদবি পাল্টে দিব্যি নাম তুলে ফেলেছেন ভারতের ভোটার তালিকায়।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
