East Bardhaman News: দূর থেকেই মিলবে সঙ্কেত, দুর্ঘটনা থেকে বাঁচাতে সারমেয়দের গলায় এবার রেডিয়াম বেল্ট !
East Bardhaman Dog Accident Care: পথ দুর্ঘটনার হাত থেকে কীভাবে কুকুরদের বাঁচানো যায়, সেজন্য বিশেষ কলার বানিয়ে রতন টাটার চোখে পড়েছিলেন শান্তনু নাইডু, এবার বাংলায় আরও এক মানবিক যুবক
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর', বিবেকানন্দর এই দর্শনের জ্বলন্ত প্রমাণ শান্তনু নাইডু। পথ দুর্ঘটনার হাত থেকে কীভাবে কুকুরদের বাঁচানো যায়, সেজন্য বিশেষ কলার বানিয়ে রতন টাটার চোখে পড়েছিলেন তিনি। তারপর বাকিটা ইতিহাস। এবার এমনই এক কর্মযজ্ঞ দেখা গেল বাংলার বুকে। জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয়দের গলায় পরানো হল রেডিয়াম বেল্ট। উদ্যোগে নিরঞ্জন মালিক নামে এক যুবক।
জাতীয় সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয়দের গলায় পরানো হল রেডিয়াম বেল্ট। নিরঞ্জন মালিক নামে এক যুবক নিজের উদ্যোগেই এই কর্মযজ্ঞে নেমেছে। পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি।শুধুমাত্র দৃশ্যমানতার কারণে যেমন মৃত্যু ঘটে অসংখ্য নিরীহ পথ সারমেয়দের। তেমনিই সামনে চলে আসা সারমেয়কে বাঁচাতে গিয়ে, বাইক থেকে চারচাকা গাড়ির অনেক চালকেরাই দুর্ঘটনায় কবলে পড়েন। জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তেই দেখা মেলে দুর্ঘটনায় পড়ে থাকা সারমেয়দের ছিন্ন-ভিন্ন দেহের।
তাই এবার পথ সারমেয়দের দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পরানো হল রেডিয়াম বেল্ট।রেডিয়াম বেল্টের কারণে অন্ধকার রাস্তায় যদি কোনো কারণে সারমেয় উঠে পরে তার অবস্থান বহু দূর থেকেই বুঝতে পেরে সতর্ক হতে পারবেন বাইক ও চারচাকার চালকরা। ফলে দুর্ঘটনার হাত থেকে উভয়েই রক্ষা পাবে বলে দাবি নিরঞ্জন মালিকের। সোমবার ১৯ নং জাতীয় সড়ক ও বর্ধমান-আরামবাগ রোডে এই রকম প্রায় ৫০ টি সারমেয়কে রেডিয়াম বেল্ট পরানো হয়।
পূর্ব বর্ধমানে যখন এমনই ভাল উদ্যোগ, সম্প্রতি তখনই একটি গুরুতর অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমানে। শীতের রাতে পথ সারমেয় শাবকদের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে ! মৃত ১। মা-সহ চার সারমেয় শাবককে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গিয়েছিল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল দুর্গাপুর থানার তিলক রোড এলাকায়। ক্ষোভে ফুঁসছিল এলাকাবাসীরা। উদ্ধারকারী পশুপ্রেমী সংগঠনের কাছে অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল দুর্গাপুর থানার পুলিশ।
আরও পড়ুন, ফিরহাদের মন্তব্যে খুব আহত হয়েছি, আমি হলে সরি বলতাম : মদন
গত সপ্তাহে শুক্রবার গভীর রাতে তিলকের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারেজের পাশের ডাস্টবিন থেকে ধোঁয়া বের হচ্ছিল। স্থানীয়রা ডাস্টবিনের সামনে গিয়ে দেখেছিলেন পাঁচ সারমেয় শাবক তখন জ্বলছে। সেখান থেকে কোনওক্রমে শাবকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলে এক সারমেয় শাবকের মৃত্যু হয়েছিল। গত শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ওটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পুলিশের কাছেও জানানো হয়েছিল অভিযোগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।