Firecracker: ফিল্মি কায়দায় আলুর বস্তার আড়ালে পাচার নিষিদ্ধ শব্দবাজি! চক্ষু চড়কগাছ পুলিশের
East Burdwan News: পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ বাজি পাচারের খবর পেয়ে গতকাল কালনার মতিশ্বর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
রাণা দাস, পূর্ব বর্ধমান: পুজোর (Durga Pujo) আগে আলুর বস্তার আড়ালে লরিতে পাচার হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি (Fire Cracker)। তাও একেবারে ফিল্মি কায়দায়। খবর পেয়েই লরি আটকায় কালনা (Kalna) থানার পুলিশ (Police)। উদ্ধার হয় দেড়শো বস্তা শব্দবাজি। লরি চালককে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, নিষিদ্ধ বাজি পাচারের খবর পেয়ে গতকাল কালনার মতিশ্বর বাজার এলাকায় অভিযান চালানো হয়। আলু বোঝাই লরি আটকাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। পুলিশ জানিয়েছে, লরিটি পুরুলিয়ার দিকে যাচ্ছিল। কোথা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আনা হয়েছিল, কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ।
পুলিশের কাছে খবর ছিল ভোররাতে প্রচুর শব্দবাজি পাচার হবে। সেই মতো গতকাল ভোরের দিকে কালনার মতিশ্বর বাজার এলাকায় নাকা চেকিং শুরু করে কালনা থানার পুলিশ। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি আলুর বস্তা বোঝাই লরি যাচ্ছিল। আলুর বস্তা দিয়ে ভর্তি ছিল লরিটি। স্বাভাবিকভাবেই লরিতে আলু আছে ভেবে গাড়িটি ছেড়েও দিয়েছিল পুলিশ।
আরও পড়ুন, পায়ুদ্বার দিয়ে শরীরের ভিতরে টর্চ ! প্রাণ বাঁচাতে অপারেশন
পুলিশ সূত্রে খবর, গাড়িচালকের চোখমুখ দেখে সন্দেহ হয় পুলিশের। ফের লরি থামিয়ে গাড়ি থেকে দু-তিনটে আলুর বস্তা নামাতেই চক্ষু চড়ক গাছ। আলুর বস্তার নিচে নিষিদ্ধ শব্দ বাজির বস্তা। ১৫০ টি নিষিদ্ধ শব্দ বাজির বস্তা ওই লরি থেকে উদ্ধার করে পুলিশ। এরপরই পুলিশ লরির চালককে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে পুলিশের চোখে ফাঁকি দিতেই আলুর বস্তার নিচে এই শব্দবাজি নিয়ে যাওয়া হচ্ছিল পুরুলিয়ায়। লরিটি ও তার ড্রাইভার কালনা শহরের হলেও কোথা থেকে এই নিষিদ্ধ শব্দবাজি আনা হয়েছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। লরির চালককে পুলিশি হেফাজতে নিয়ে সেটাই জানার চেষ্টা করছে কালনা থানার পুলিশ।