Post Poll Violence: CBI-কে সাক্ষী দেওয়ার জের, 'ধর্ষণ ও খুনের হুমকি' কেতুগ্রামের নিহত BJP কর্মীর পরিবারকে
Ketugram Post Poll Violence: ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া কেতুগ্রামের বিজেপি কর্মীর খুনের ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এবার সেই পরিবারকে 'খুনের হুমকি' দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
![Post Poll Violence: CBI-কে সাক্ষী দেওয়ার জের, 'ধর্ষণ ও খুনের হুমকি' কেতুগ্রামের নিহত BJP কর্মীর পরিবারকে East Burdwan News Post Poll Violence Ketugram s BJP workers family get Murder threats, allegation against TMC Post Poll Violence: CBI-কে সাক্ষী দেওয়ার জের, 'ধর্ষণ ও খুনের হুমকি' কেতুগ্রামের নিহত BJP কর্মীর পরিবারকে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/27/2d03f7241eba546313178272235b3a8a1679888392769484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাণা দাস, পূর্ব বর্ধমান: ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) 'খুন' হওয়া কেতুগ্রামের বিজেপি কর্মীর খুনের (BJP Worker Murder Case) ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এবার সেই পরিবারকে 'খুনের হুমকি' দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর মা ও সেই ঘটনায় সিবিআইকে যারা সাক্ষী দিয়েছিল, তাদের তৃণমূলের দুষ্কৃতীরা নানান ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
'বিজেপি এইসব অভিযোগ করাচ্ছে'
অভিযোগ কেতুগ্রাম থানা (Ketugram) প্রথমে অভিযোগ নিতে না চাইলে, পরে বর্ধমানের পুলিশ সুপারের কাছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ করে নিহতের পরিবার। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, পুলিশ নিহতের পরিবারের নিরাপত্তা না দিলে তারা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাবে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের বক্তব্য, তিনি এখন ওই এলাকাতেই থাকেন না, বিজেপি এইসব অভিযোগ করাচ্ছে।
'পিটিয়ে খুন'
বিধানসভার ভোট গণনার পরে ৪ মে বিজেপি কর্মী বলরাম মাঝিকে তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে খুন করে বলে অভিযোগ। এর পরে কেতুগ্রাম থানাতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। নিহত বিজেপি কর্মীর মা মানবাধিকার কমিশনের কাছে বিচার চেয়ে আবেদন করে। এর পরে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কয়েকটি ঘটনার সাথে এই ঘটনাটি তদন্ত শুরু করে সিবিআই। সিবিআই এর আধিকারিকরা কেতুগ্রামের শ্রীপুরে এসে নিহত বলরাম মাঝির পরিবারের সাথে কথাও বলে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ান ও রেকর্ড করে তারা।
'মুখ খুললে ধর্ষণ করা হবে' বলে হুমকি
নিহত বলরাম মাঝির পরিবারের অভিযোগ যে, কয়েক দিন ধরেই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের এসে হুমকি দিচ্ছে ,সিবিআই-কে কোন তথ্য দেওয়া যাবে না। আর তা যদি করে তাহলে তাদের খুন করা হবে। অভিযোগ, শুধু নিহতের পরিবারকেই নয়, যারা সিবিআই-কে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিল তাদেরও হুমকি দেয়া হচ্ছে। মুখ খুললে তাদের ধর্ষণ করা হবে বলে ভয়ও দেখানো হয়। এর পরেই নিহত বিজেপি কর্মীর মা কেতুগ্রাম থানাতে অভিযোগ জানাতে গেলে বারবার তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন, আজ অফিস শুরুর দিনে পেট্রোল-ডিজেল সস্তা কোন শহরে ?
'বিজেপি এইভাবে বেঁচে থাকতে চাইছে'
এর পরে বর্ধমানের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানায় নিহাতের পরিবার।বিজেপির জেলা সভাপতির বক্তব্য তৃণমূল সিবিআই তদন্তকে ভয় পেয়ে তাদের হুমকি দিচ্ছে। কেতুগ্রাম থানা ,যদি ওই পরিবার ও সাক্ষীদের সুরক্ষা দিতে না পারে তাহলে তারা প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করবে। তৃণমূলের জেলা সভাপতির বক্তব্য এগুলো হয়তো সাজানো ঘটনা ,বিজেপি এইভাবে বেঁচে থাকতে চাইছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)