East Burdwan : রাতে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের, ভাতারে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী
Bangladeshi infiltrator arrested : গতকাল রাতে তাকে ভাতারের এওড়া গ্রামে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশকে...
কমলকৃষ্ণ দে, ভাতার (পূর্ব বর্ধমান) : এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার(Arrest) করল পূর্ব বর্ধমানের(East Burdwan) ভাতার(Bhatar) থানার পুলিশ। ভাতারের এওড়া গ্রাম থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অজিত বিশ্বাস। তার বয়স ২৯ বছর। তার কাছে কোনও বৈধ নথি ছিল না। গতকাল রাতে তাকে ভাতারের এওড়া গ্রামে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। কী কারণে তার ভারতে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।
আরও পড়ুন ; অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার ৫ বাংলাদেশি
চলতি মাসেই নাকা চেকিংয়ের সময় গ্রেফতার হয় বাংলাদেশের একাধিক নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ বাংলাদেশের ৫ নাগরিককে গ্রেফতার করে। জলপাইগুড়ির মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ তাদের পাকড়াও করেছিল। কাজের সন্ধানে তারা ভারতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। ধৃতদের নাম- লিটন শেখ,হৃদয় শেখ, যুবাইদুল শিকদার, আনারুণ মিঞা, পারভিন বেগম।
ওই পাঁচ বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া মোড় থেকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বাড়ি বাংলাদেশের নারালি জেলায়। পাচারকারীদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে ৫ জনকে ধরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে আসছিল। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী NBSTC বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছিল।
তার কয়েকদিন আগেই কলকাতায় ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় তাদের। উদ্ধার হয় বিপুল সংখ্যক জাল নথি। আনন্দপুর থানার অন্তর্গত গুলসন কলোনির বহুতল থেকে ধরা হয় বাংলাদেশিদের। গুলসন কলোনির বহুতলের একতলায় থাকত বাংলাদেশিরা। বৈধ কাগজ নেই। প্রতিবেশীরা জানান, সম্প্রতি এসেছিল তারা।