East Burdwan: স্বামীর খোঁজে আসা গৃহবধূকে বর্ধমান শহরে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
অভিযোগ ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা...
কমলকৃষ্ণ দে, বর্ধমান: দেবীপক্ষের সূচনাতেই বর্ধমান শহরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল।
স্বামীকে খুঁজতে শহরে এসে মর্মান্তিক অভিজ্ঞতা ২৫ বছরের যুবতীর। পুলিশ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। গণধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পুলিশ সূত্রে খবর, বুধবার স্বামীর খোঁজে বর্ধমান শহরে এসেছিলেন গলসির বাসিন্দা ওই গৃহবধূ। অভিযোগ, বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করার সময়, মহিলাকে টোটোয় করে তুলে নিয়ে কয়েকজন যুবক।
গণধর্ষণের পর নির্যাতিতাকে বর্ধমান রাজ কলেজের সামনে ফেলে রেখে তারা চম্পট দেয় বলে অভিযোগ। শুক্রবার অভিযোগ দায়েরের পর, ওই দিনই ২ অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।
আরও পড়ুন: কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নবগ্রামে সিবিআই
তৃণমূল জমানায় মহিলাদের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেছে বিজেপি। দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করার পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল।
এর আগে গত সপ্তাহে, এই জেলারই মন্তেশ্বরে এক আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে মন্তেশ্বর থানার পুলিশ ১ জনকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাত ১০টা নাগাদ কাজ সেরে স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। রাস্তায় এক নির্জন জায়গায় জনাকয়েক দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়।
আরও পড়ুন: মন্তেশ্বরে আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
অভিযোগ, স্বামীকে মারধর করে ওই গৃহবধূকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। একটি পুকুর পাড়ে তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরের দিন সকালে স্ত্রীকে পুকুরপাড়ে অচতন্য অবস্থায় দেখতে পান স্বামী।
গ্রামবাসীদের সাহায্যে প্রথমে তাঁকে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন: কলকাতার তরুণীকে পটনার হোটেলে গণধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ, অধরা অভিযুক্তরা