Bengal Post-Poll Violence : কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নবগ্রামে সিবিআই
ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে মুর্শিদাবাদের নবগ্রামে গেল সিবিআই। ভোটের ফল প্রকাশের পর নবগ্রাম থেকে কান্দিতে ফেরার পথে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে।
রাজীব চৌধুরী, নবগ্রাম (মুর্শিদাবাদ) : ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে মুর্শিদাবাদের নবগ্রামে গেল সিবিআই। ভোটের ফল প্রকাশের পর নবগ্রাম থেকে কান্দিতে ফেরার পথে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে আজ সিবিআই অফিসাররা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। কান্দিতে গিয়ে রবিবার ওই কিশোরীর সঙ্গে কথা বলেন সিবিআই অফিসাররা।
গত ৩ মে নবগ্রামের একটি মাঠে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তের খাতিরে আজ ঘটনাস্থলে যান সিবিআই আধিকারিকরা। গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ঘটনাস্থানে আসেন সেদিনের প্রত্যক্ষদর্শীরা। এর পাশাপাশি পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন সিবিআই অফিসাররা। তদন্তের সময় সেখানে উপস্থিত ছিল কেন্দ্রীয়বাহিনীও। তদন্ত চলাকালীন সেখানে গ্রামের মানুষকে ভিড়তে দেওয়া হয়নি। সংবাদমাধ্যমকেও সেখানে যেতে দেওয়া হয়নি। অত্যন্ত গোপনে তদন্ত চালান সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সংক্রান্ত মামলায় ১৩ জুলাই হাইকোর্টে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে মূল সুপারিশ ছিল, ঘৃণ্য অপরাধের তদন্তভার দেওয়া হোক সিবিআই-কে। বিচারপর্ব যেন বাংলার বাইরে হয়। অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগের ক্ষেত্রে, উচ্চপদস্থ পুলিশ কর্তাদের দিয়ে এসআইটি গঠন করে তদন্তের সুপারিশ করে জাতীয় মানবাধিকার কমিশনের তৈরি কমিটি। সেই মামলায় হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে নির্দেশ দিয়েছে, আদালতের নজরদারিতে- খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিবিআই। ৬ সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়। তার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা।
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে কোথাও অসুবিধা হয়েছে ? উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সিবিআই
এদিকে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে আজ দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত ১১ দিনে রাজ্যে কী তদন্ত হয়েছে। কোন মামলার কী অবস্থা? কটি চার্জশিট দাখিল হয়েছে, ক’জন গ্রেফতার হয়েছেন, এ সব তথ্য নিয়ে দিল্লিতে তলব করা হয় সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংকে।