Jammu & Kashmir: ভূস্বর্গ বেড়াতে গিয়ে আর ফেরা হল না, বাস উল্টে মৃত্যু দুই বাঙালি মহিলার
স্থানীয় সূত্রে খবর, ১৩ মার্চ, ৬০ জনের দলটি উত্তর ভারত বেড়াতে যায়। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ঘুরে মঙ্গলবার পর্যটকরা শ্রীনগরে পৌঁছন। বৃহস্পতিবার ফেরার পথে খাদে পড়ে যায় পর্যটকদের একটি গাড়ি।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভূস্বর্গে (Jammu And Kashmir) ঘুরতে গিয়েছিলেন সকলে মিলে। এমন মর্মান্তিক পরিণতি হবে ভাবতে পারেননি কেউই। উত্তর ভারতে (North India) ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পূর্ব বর্ধমানের (Purba Burdawan) পর্যটক দল। কাশ্মীর (Kashnir) বেড়াতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দলের দুই পর্যটকের। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের (Purba Burdawan) বাসিন্দার ওই দুই ব্যক্তি । মৃত মালতী কুণ্ডু (৫৭) ও স্মৃতিকা হাজরা (৫৫) যথাক্রমে খণ্ডঘোষ ও গলসির বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, ১৩ মার্চ, ৬০ জনের দলটি উত্তর ভারত (North India) বেড়াতে যায় । বিহার (Bihar), উত্তরপ্রদেশ, হরিয়ানা ঘুরে মঙ্গলবার পর্যটকরা শ্রীনগরে (Srinagar) পৌঁছন। বৃহস্পতিবার ফেরার পথে খাদে পড়ে যায় পর্যটকদের একটি গাড়ি । মৃত্যু হয় দুই মহিলার। আহত ১৭ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন।
সূত্রের খবর, শুক্রবার বিমানে মৃতদেহ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার মৃতদেহ বাড়িতে আসতে পারে বলে পরিবার খবর। ঘটনায় শোকের পরিবেশ খন্ডঘোষের তোড়কোণা ও গলসীর ইরকোনা গ্রামে।
স্থানীয় ও মৃতাদের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ বর্ধমান (Burdwan) থেকে পর্যটকদের নিয়ে একটি বাস উত্তর ভারত ভ্রমণে রওনা হয়। ৬০ জনেরও বেশি পর্যটক ছিলেন এই দলে। বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে গত মঙ্গলবার পর্যটক শ্রীনগরে পৌঁছয় দলটি। পরদিন শ্রীনগরে সাইট সিইনে বেরিয়েই বিপত্তি ঘটে।
ফেরার পথে শ্রীনগর এর কাছে পর্যটকদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির সকল যাত্রীই জখম হযন। স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনা ঘটনাস্থলে পৌঁছে আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।