Kalna Murder: স্ত্রীর হাতেই স্বামীকে খুনের ছক! যুবক হত্যায় গ্রেফতার ২
তদন্তকারীদের দাবি, মোকশেদ শেখের স্ত্রী মানোয়ারা বিবির সঙ্গে মোকশেদের বন্ধু মানিক মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।
রানা দাস, কালনা: কালনায় যুবক খুনের ঘটনায় স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মোকশেদ শেখের স্ত্রী মানোয়ারা বিবির সঙ্গে মোকশেদের বন্ধু মানিক মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, পথের কাঁটা স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেন মানোয়ারা।
প্রেমিকার নির্দেশেই বন্ধু খুন। পথের কাঁটা স্বামীকে সরাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেন স্ত্রীই। পূর্ব বর্ধমানের কালনায় যুবককে খুনের ঘটনায় দেড় দিনের মধ্যেই চক্রান্তের পর্দাফাঁস করল পুলিশ। শুক্রবার রাতে মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কালনার নান্দাই গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার হয় মোকসেদ শেখের মৃতদেহ। পাশেই জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রীর প্রেমিক মানিক মণ্ডলকে। শুরু থেকেই মৃতের পরিবারের দাবি ছিল, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে পেশায় কৃষক মোকশেদ শেখকে। সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল।
আরও পড়ুন: South 24 Paragana : ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার মোকাবিলায় তৎপরতা দক্ষিণ ২৪ পরগনায়
আরও পড়ুন: Bankura: সাংসারিক অশান্তির জের, কুড়ুলের কোপ মেরে স্ত্রীকে খুন, গ্রেফতার স্বামী
তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা স্বীকার করেন মানিক মণ্ডল। তবে তাঁকে আগাগোড়াই যে নির্দেশ দিয়েছিলেন প্রেমিকা মানোয়ারা, তা তিনি মানতে চাননি। এরপর মানোয়ারাকে আটক করে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হলে, ভেঙে পড়েন মানোয়ারা। ধৃত ২ জনকে জেরায় পুলিশ জানতে পেরেছে, খুনের দিন মানোয়ারাই স্বামীকে তাঁর প্রেমিক মানিক মণ্ডলের সঙ্গে যেতে বাধ্য করেন। এমনকি গাড়িতে যাওয়ার সময় সন্দেহ এড়াতে কী করণীয় তা নিয়ে প্রেমিককে নির্দেশ দেন তিনি। খুনের পর প্রেমিককে ফোন করে জখম সাজার নাটকও করতে বলেন মানোয়ারাই।কালনা মহকুমা শাসক সপ্তর্ষি ভট্টাচার্য২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের এখন কড়া শাস্তি চাইছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন: South 24 Paraganas: ভাঙড়ে গুলি-বোমাবাজির ঘটনা, তৃণমূল নেতা সহ গ্রেফতার ৬