West Burdwan: মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, আহত পড়ুয়ারা
West Burdwan News :তাঁদের মেমারি (Memari) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (West Burdwan) মেমারিতে আল আমিন মিশন অ্যাকাডেমির হস্টেলে ঢুকে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। হস্টেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও লাঠি, রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন পড়ুয়া। তাঁদের মেমারি (Memari) গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ দুর্গাডাঙার আল আমিন মিশন অ্যাকাডেমিতে ওই ঘটনা ঘটে। পড়ুয়াদের দাবি, তাঁরা হস্টেলের খাবারের নিম্নমান নিয়ে সুপারিনটেন্ডেন্ট-কে গত কয়েকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন।গতকালও তাঁরা অভিযোগ জানান। পড়ুয়াদের অভিযোগ, তারপরই সুপারিনটেন্ডেন্ট বহিরাগতদের ডেকে এনে ক্যাম্পাস ও হস্টেলে হামলা চালান। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্ট-এর এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে পাওয়া যায়নি ফোনে। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ।
হাঁসখালিকাণ্ডে ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ
হাঁসখালিকাণ্ডে (Hanskhali) অডিও ক্লিপ (Audio Clip) ভাইরাল করে কি তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা হয়েছে? সেই তথ্য তল্লাশিতে এবার মূল অভিযুক্তর ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করল CBI । ৪ এপ্রিল অভিযুক্ত ব্রজ গয়ালির জন্মদিনের পার্টিতে প্রতিবেশী আরও এক যুবকের নিমন্ত্রণ ছিল। তাঁকেও এদিন জিজ্ঞাসাবাদ করে CBI, এদিকে নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
‘ব্রজ ফেঁসে গেছে, যা করার করেছে অন্য একজন’। হাঁসখালিকাণ্ডে অডিও ক্লিপ ভাইরাল করে কি তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা? মূল অভিযুক্ত ব্রজ গয়ালিকে নির্দোষ প্রমাণ করতেই তৈরি করা হয় অডিও ক্লিপটি? ভাইরাল অডিও ক্লিপের নেপথ্যে কারা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার ধৃত ব্রজর ৩ প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করল CBI
বৃহস্পতিবার হাঁসখালিতে ফের মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পাড়ায় যান CBI আধিকারিকরা। CBI সূত্রে খবর, ঘটনার পর পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে মূল অভিযুক্ত ব্রজ গয়ালির পরিবর্তে অন্য এক যুবককে দায়ী করে নিজেদের মধ্যে কথা বলতে শোনা যায় বেশ কয়েকজনকে।