West Burdwan: লখিমপুরে কৃষক হত্যার প্রতিবাদ ও নতুন কৃষি আইন বতিলের দাবিতে রেল অবরোধ শক্তিগড়ে
West Burdwan: নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে রেল অবরোধ।
কমলকৃষ্ণ দে, পুর্ব বর্ধমান: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এবং উত্তরপ্রদেশের লখিমপুরের খেরিতে কৃষক হত্যার প্রতিবাদে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে রেল অবরোধ।
রেল অবরোধ কৃষক সভার। প্রায় এক ঘন্টা রেল অবরোধ করা হয়। পরে রেল পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। আটকে পড়ে হাওড়া বর্ধমান রুটে মেন ও কর্ড শাখার আপ এবং ডাউন লাইনের অনেক ট্রেন। আন্দোলনকারী কৃষক সভার নেতা জহর দত্ত জানিয়েছেন, গোটা ভারতেই কৃষকেরা আন্দোলনে নেমেছেন। দিল্লি, উত্তরপ্রদেশ সহ সর্বত্র তাদের আন্দোলনে উত্তাল। বেশ কয়েকজন আন্দোলনকারী শহিদ হয়েছেন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৬ জন কৃষককে গাড়িতে পিষে দিয়েছেন কেন্দ্রের মন্ত্রীর পুত্র। এর প্রতিবাদে ও কৃষি আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন। আন্দোলনের ফলে কর্ড ও মেন শাখার বেশ কয়েকটি দুরপাল্লার ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাড়িয়ে পরে।
এদিকে কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশের লখিমপুরে কৃষক হত্যার ঘটনায় বামেদের প্রতিবাদ কর্মসূচি। খড়গপুর-আদ্রা শাখায় বাঁকুড়ার ওন্দা গ্রাম স্টেশনে রেল অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। প্রায় একঘন্টা ধরে অবরোধ চলায় খড়গপুর-আদ্রা শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে দেশজুড়ে ৬ ঘণ্টা রেল রোকোর ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মন্ত্রী-পুত্র গ্রেফতার হলেও এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফার দাবিতে এদিন পঞ্জাবের অমৃতসরের দেবী দাসপুরা গ্রামে রেললাইনে বসে বিক্ষোভ দেখান কৃষকরা। নর্দার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, পঞ্জাব ও হরিয়ানার ১৩০টি জায়গায় রেল অবরোধ চলছে। আটকে পড়েছে ৫০টি ট্রেন।
আরও পড়ুনঃ প্রচারে গিয়ে ‘আক্রান্ত’ দিনহাটার বিজেপি প্রার্থী, ‘জয় বাংলা’, ‘গো-ব্যাক’ স্লোগান