Coochbehar Dinhata Bypoll: প্রচারে গিয়ে ‘আক্রান্ত’ দিনহাটার বিজেপি প্রার্থী, ‘জয় বাংলা’, ‘গো-ব্যাক’ স্লোগান
অভিযোগ, প্রচার চলাকালীন প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থী ও বিধায়ককে নিগ্রহও করা হয় বলে অভিযোগ।
কোচবিহার: প্রচারে গিয়ে আক্রান্ত দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। প্রার্থী ও বিধায়ককে ঘিরে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এদিন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে বামনহাটা এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন প্রার্থী ও বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি প্রার্থী ও বিধায়ককে নিগ্রহও করা হয় বলে অভিযোগ।
এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেছেন, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, বিজেপির পায়ের তলায় মাটি সরে গিয়েছে। তাই তারা নজর ঘোরানোর চেষ্টা করছে।
অন্যদিকে, বিজেপি বলেছেন, তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না। ভোটের বাক্সে মানুষ এর যোগ্য জবাব দেবেন।
বাজারের রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছেন তৃণমূল কর্মীরা। মুখে মুহুর্মুহু স্লোগান! তাঁদের সঙ্গে দিনহাটা উপনির্বাচনের বিজেপি প্রার্থীর কার্যত ধস্তাধস্তির উপক্রম হয়। কোনওক্রমে তৃণমূল কর্মীদের ঠেলে সরিয়ে এগিয়ে যান বিজেপি প্রার্থী। ৩০ অক্টোবরের ভোটের আগে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা।
এই ঘটনায় বিজেপি নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, উপনির্বাচনের প্রচারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঝাঁপিয়ে পড়েছেন। প্রচার চলছে জোরকদমে। এরইমধ্যে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ চরম আকার নিয়েছে।
এর আগে ভোটের প্রচারে এসে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন যে, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক বহিরাগত। এদেশের নাগরিকই নন। কোচবিহারের মানুষের সঙ্গে সুবিচার করেননি। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি।
২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে, দিনহাটা বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার ৫৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মাত্র ৫৭ ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান উদয়ন গুহ।
সাংসদ পদ রেখে দিনহাটার বিধায়ক পদ থেকে নিশীথ প্রামাণিক পদত্যাগ করায়, এই কেন্দ্রে উপনির্বাচন হবে।এই উপনির্বাচনেও তৃণমূলের সৈনিক উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে লড়বেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। তাদের হয়ে লড়ছেন আবদুর রউফ। কার মাথায় ওঠে দিনহাটা জয়ের শিরোপা, উত্তর মিলবে, দোসরা নভেম্বর।