Purba Medinipur: পুরনো গড় ফিরে পেতে মরিয়া সিপিআইএম, নন্দীগ্রামে মাঠে বাম
Purba Medinipur Update: সোমবার নন্দীগ্রামের সামসাবাদে বাড়ি বাড়ি ঘুরে, রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের মোদি সরকারের কাজের জনবিরোধী দিকগুলো তুলে ধরেন সিপিএম নেতারা। বিলি করা হয় লিফলেট।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আগামী বছর পঞ্চায়েত ভোট। আর এখন থেকেই নন্দীগ্রামে জমি ফেরত পেতে রাস্তায় নেমে পড়েছে সিপিএম (CPIM)। বাড়ি বাড়ি চলছে প্রচার। সংগঠন গোছাতে মরিয়া চেষ্টা প্রাক্তন শাসক দলের। ২০০৭ সাল। জমি আন্দোলন ঘিরে সরগরম নন্দীগ্রাম। দেশের রাজনীতিতে উঠে এসেছিল পূর্ব মেদিনীপুরের এই জায়গাটি। রাজনৈতিক ভাবে কড়া টক্কর শুরু হয়েছিল বাম ও তৃণমূলের মধ্যে। দেড় দশক আগের নন্দীগ্রামকাণ্ড নাড়িয়ে দিয়েছিল ৩৪ বছরের বাম শাসনের ভিত। তারপর ২০০৮ সালের পঞ্চায়েত ভোট থেকেই নন্দীগ্রামে শক্তিশালী হতে শুরু করে তৃণমূল। অন্যদিকে ক্রমশ জমি হারাতে থাকে বামেরা। লোক কমতে থাকে, বন্ধ হতে থাকে একের পর এক পার্টি অফিস। গত বিধানসভা ভোটেও লড়েছিল বাম। হেভিওয়েট কেন্দ্রের লড়াইয়ে ভোটের নিরিখে অনেক পিছিয়ে পড়লেও নজর কেড়েছিল নন্দীগ্রামের বাম প্রার্থী। আগামী বছর রাজ্যে ফের পঞ্চায়েত (Panchayet) ভোট। আর সেই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। সোমবার নন্দীগ্রামের সামসাবাদে বাড়ি বাড়ি ঘুরে, রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের মোদি সরকারের কাজের জনবিরোধী দিকগুলো তুলে ধরেন সিপিএম নেতারা। বিলি করা হয় লিফলেট।
সিপিএমের দাবি:
পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, 'পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নেমেছি। কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে প্রসঙ্গগুলি তুলে ধরছি। ভাল সাড়া পাচ্ছি।' ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ বামেদের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। ২০১৩ ও ২০১৮-র পঞ্চায়েত ভোটে নন্দীগ্রাম এক ও দু-নম্বর ব্লকের ১৭টি পঞ্চায়েতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল।
তৃণমূল ও বিজেপির খোঁচা:
এবার পঞ্চায়েত ভোটের বছরখানেক আগে থেকেই, যখন মাটি ফিরে পেতে রাস্তায় নেমেছে সিপিএম, তখন একে অন্যের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল (TMC) ও বিজেপি (BJP)। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'তৃণমূল সিপিএমকে অক্সিজেন দিচ্ছে কর্মসূচি করার জন্য, কিন্তু নন্দীগ্রামে সিপিএম কী অত্যাচার করেছে জানে, বিধানসভা ভোটে উত্তর দিয়েছে।'
নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাস বলেন, 'বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিধানসভায় ওদের নেতারাই বলেছিল সিপিএম ভাল। যাহাই রাম, তাহাই বাম।'
আগামী বছরের পঞ্চায়েত ভোটে কি হারানো গড় নন্দীগ্রামে কি সিপিএম ঘুরে দাঁড়াতে পারবে? সেই উত্তর দেবে ভবিষ্যৎ।
আরও পড়ুন: মেমারিতে হিমঘরে আলু রাখার পরেও ধরছে পচন, কৃষকদের নিশানায় কর্তৃপক্ষ






















