Pankura Municipality : মেয়াদ ফুরনোর প্রায় ৪ মাস আগে ‘দুয়ারে চেয়ারম্যান’ পরিষেবা পাঁশকুড়ায়, কটাক্ষ বিজেপির
Duare Chairman Service : রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় চালু হয়েছিল দুয়ারে পুরসভা ও দুয়ারে পুর প্রশাসক কর্মসূচি।
বিটন চক্রবর্তী, পাঁশকুড়া : পুরসভার মেয়াদ ফুরনোর প্রায় ৪ মাস আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় শুরু হল ‘দুয়ারে চেয়ারম্যান’ পরিষেবা। নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সমস্যা ও দাবিদাওয়ার কথা শুনলেন তৃণমূলের পুর চেয়ারম্যান। বিজেপির কটাক্ষ, দুয়ারে ভোট, ভিক্ষা করতে যাচ্ছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে শাসকশিবির।
মেয়াদ ফুরনোর প্রায় ৪ মাস আগে তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভায় চালু হল ‘দুয়ারে চেয়ারম্যান’ পরিষেবা। ঠিক যেভাবে রাজ্যের শতাধিক পুরসভায় নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় চালু হয়েছিল দুয়ারে পুরসভা ও দুয়ারে পুর প্রশাসক কর্মসূচি।
সেপ্টেম্বরে শেষ হচ্ছে তৃণমূল পরিচালিত পাঁশকুড়া পুরসভার মেয়াদ। তার আগে ১৮ নম্বর ওয়ার্ড থেকে শুরু হল দুয়ারে চেয়ারম্যান পরিষেবা। এলাকায় গিয়ে নাগরিকদের অভাব, অভিযোগ, সমস্যা, দাবিদাওয়ার কথা শুনলেন তৃণমূলের পুর চেয়ারম্যান নন্দ মিশ্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার ক্যাম্পেও হয়তো অনেকে আসতে পারেননি। আরও হয়তো কিছু কাজ অসমাপ্ত থেকে গেছে। সবার কাছে পরিষেবা পৌঁছে দিতেই দুয়ারে চেয়ারম্যান কর্মসূচি।
এনিয়ে পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিরিধারী সাহু বলেন, দীর্ঘদিন এলাকায় পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যা। মাটির বাড়ি ভগ্নপ্রায়। তবু মিলছে না পাকা বাড়ি। ভোট এলেই জনপ্রতিনিধিরা এলাকায় এসে প্রতিশ্রুতি দেন। কিন্তু সমস্যা রয়ে যায়।
এদিকে এই ইস্যুতে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। পাঁশকুড়ার বিজেপি নেতা প্রতীক পাখিরা বলেন, ঢপবাজ জনপ্রতিনিধি। কাটমানি নিয়ে ৫ বছর ব্যস্ত থাকে। মানুষের কাজে থাকে না। ভোট যেহেতু এসেছে তাই দুয়ারে ভিক্ষা চাইতে যাচ্ছে।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ বলেন, বিজেপির কাজই হচ্ছে বিরোধিতা করা। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের কী লাভ হয়েছে ভারতবর্ষের মানুষ তা জানে। কাটমানির সরকার কে তা সবাই জানে। এসব অভিযোগ ভিত্তিহীন।
উল্লেখ্য, গত পুরভোটে ১৮ ওয়ার্ডের পাঁশকুড়া পুরসভায় একচেটিয়া দাপটের সঙ্গে জয়ী হয়েছিল তৃণমূল।