Medinipur Weather: আকাশে মেঘ দেখা গেলেও রোদের তাপ থাকবে, গরম বাড়বে দুই মেদিনীপুরে
Purba and Paschim Medinipur: আকাশে মেঘ দেখা যাবে না। প্রবল গরম দুই জেলায়। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শনিবার, এদিনও সকাল থেকে রোদ উঠবে জেলায়। এদিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। আকাশে মাঝে মধ্যে মেঘ দেখা যাবে। সকাল থেকেই রোদের তাপ টের পাওয়া যাবে। এ দিন জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব কম। বিকেলের পরে কোনও কোনও এলাকায় হালকা হাওয়া বইতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বিকেলের দিকে, সন্ধের পরে আকাশ সামান্য মেঘলা থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১০ এর আশেপাশে থাকছে। শনিবার জেলায় হাওয়ার গতিবেগ ১৮-১৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। জেলায় দক্ষিণ- দক্ষিণ পশ্চিম থেকে হাওয়া বইবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩০-৩৫ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
রবিবারও জেলায় মোটের উপর একইরকম আবহাওয়া থাকবে। দিনভর রোদ থাকবে। আকাশে মেঘ দেখা যাবে। এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দিনভর গরম অনুভূত হবে। রাতের দিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও রাতের আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ দেখা যাবে। আর্দ্রতা থাকবে। গুমোট আবহাওয়া থাকবে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। Real Feel-প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। UV Index-৬-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ১৩ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ৩ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
শনিবার সকালে আকাশ আংশিক মেঘলা থাকবে। মেঘের দেখা মিলবে। বেলা বাড়লে রোদ দেখা যাবে। এদিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। সন্ধেবেলায় আকাশে সামান্য মেঘ থাকবে। এদিন রাতের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৫-১৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৭২ শতাংশের কাছাকাছি থাকবে।
রবিবার জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। গরম অনুভূত হবে। গুমোট ভাব বজায় থাকবে। এদিন বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিকেলের পরে জেলার আকাশে অল্পবিস্তর মেঘের দেখা মিলতে পারে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫১ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬২ শতাংশে। রাতের আকাশ পরিষ্কার থাকবে।
আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?