Purba Medinipur Weather : আজ নামল পারদ, কেমন থাকবে পূর্ব মেদিনীপুরের আবহাওয়া?
Weather forecast of Purba Medinipur :নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ২ জানুয়ারিও আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড (Weather forecast of Purba Medinipur) । সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। ৩১ ডিসেম্বরও আকাশ পরিষ্কার থাকতে পারে। সেইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। নতুন বছরের প্রথম দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ২ জানুয়ারিও আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা। সেইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। আজ দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। আজ আকাশ মেঘমুক্ত থাকবে বলেই পূর্বাভাস।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
পূর্ব মেদিনীপুরে আজ আবহাওয়া সম্পর্কে কোনও সতর্কবার্তা নেই।
রাজ্যের আবহাওয়ার আপডেট
রাজ্যের বিভিন্ন অংশে আজ ফের নামল পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষেও অকাল বর্ষণ। কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এরই মধ্যে আজ কলকাতায় প্রায় এক ডিগ্রি নামল পারদ। মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বড়দিনের সময় থেকে কলকাতায় উধাও শীতের কনকনানি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় বেড়েছে তাপমাত্রা। বাধা কাটলেই ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। নতুন বছরের শুরু থেকে ফিরবে শীতের আমেজ।
কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত হয়েছে। তুষারপাত হয়েছে সিকিম ও দার্জিলিঙের সান্দাকফু-তেও। তবে ডিসেম্বরের চেনা ছবি উধাও শহরে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়েছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাটলে নতুন বছরের শুরু থেকে ফের নামবে পারদ।






















