Purba Medinipur Weather: আকাশের মুখ ভার? কেমন থাকবে দিঘার আবহাওয়া?
Weather forecast of Purba Medinipur :রবিবারও দিঘায় আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি বেশি। দিঘায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আজ দিঘার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেইসঙ্গে দু-এক পশলা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে (Weather forecast of Purba Medinipur-Digha)। রবিবারও দিঘায় আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন ২৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত মেঘে ঢাকা থাকবে। দু-এক পশলা বৃষ্টিও হতে পারে। ২৬ জানুয়ারি দিঘায় আকাশ পরিষ্কার থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯২ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।
রাজ্যের আবহাওয়ার আপডেট
মাঘের শুরুতে শীতের খামখেয়ালিপনার মাঝেই বৃষ্টির ভ্রুকুটি। গতকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছিল। আজ শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবিবারে দক্ষিণবঙ্গেও শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। গতকালের তুলনায় এক ডিগ্রি বেড়ে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।