Purulia General News : ১৮ ঘণ্টা বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে বসে রইল এক ব্যক্তি ! তারপর যা ঘটল...
Man Sits On High tension Tower : অমর নাথ মুর্মু একটি ধান ক্ষেতের সামনের হাই টেনশন টাওয়ারে হঠাৎ উঠে পড়ে। গ্রামের মানুষজন দেখে তাকে নামানোর চেষ্টা করে। কিন্তু সে তো শোনার পাত্র নয়।
হংসরাজ সিংহ, রঘুনাথপুর : প্রায় ১৮ ঘণ্টা পর বিদ্যুতের হাইটেনশন টাওয়ার (High tension Tower) থেকে নামল এক ব্যক্তি। পুরুলিয়ার রঘুনাথপুরের (Raghiunathpur) নতুনডি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ওই ব্যক্তি টাওয়ার থেকে নামলে ফের পরিষেবা স্বাভাবিক হয়।
১ ঘণ্টা...২ ঘণ্টা ...৩ ঘণ্টা। ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। এইভাবেই ১৮ ঘণ্টা কেটে গেলেও বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে চড়ে বসে রইলেন এক ব্যক্তি। পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত নতুনডি গ্রাম পঞ্চায়েতের জোড়াডি গ্রামের অদূরে এই ঘটনায় মুহূর্তে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। জানা যায় জড়ালি গ্রামের বাসিন্দা অমর নাথ মুর্মু সোমবার সন্ধ্যায় গ্রামের পাশের একটি ধান ক্ষেতের সামনের হাই টেনশন টাওয়ারে হঠাৎ উঠে পড়ে। গ্রামের মানুষজন দেখে তাকে নামানোর চেষ্টা করে। কিন্তু সে তো শোনার পাত্র নয়। ঠায় বসে রইল টাওয়ারের উপর।
Padma Shri Award: পদ্মশ্রী পেলেন কমলালেবু বিক্রেতা, কোন কাজের জন্য পেলেন এই পুরস্কার?
তারপর খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ও দমকল বিভাগকে। পুলিশের তৎপরতায় দ্রুত ওই হাই টেনশন টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। সোমবার সন্ধে থেকে পুলিশ, দমকল বিভাগের কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী অমরকে হাই টেনশন টাওয়ার থেকে নামানোর চেষ্টা করে। টাওয়ারের নিচে পাতা হয় বিশাল একটি জাল। এই দৃশ্য দেখতে ভিড় জমে এলাকায়।
স্থানীয় বাসিন্দা অভিনাশ পড়ে জানান, মঙ্গলবার সকাল দশটা নাগাদ অবশেষে অমর মুর্মু টাওয়ার থেকে নেমে আসে। অমরনাথ মুর্মুর মা সোহাগী মুর্মু জানান অমরনাথ মানসিক ভারসাম্যহীন গতকাল হঠাৎ করে বাড়ি থেকে ছুটে গিয়ে বিদ্যুতের টাওয়ারে উঠে পড়ে।
স্থানীয় আরেক বাসিন্দা জানান,' আমরা ও গ্রামের লোকজন তাকে নামতে অনুরোধ করি কিন্তু সে আর নাবে না। খবর দিই স্থানীয় পুলিশকে।' মঙ্গলবার সকালে পুলিশ অমরনাথ মুর্মু কে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।