Municipal Election: 'টাকার বিনিময়ে টিকিট বিলি হয়েছে', পুরুলিয়ায় পুরভোটে বেনজির অভিযোগ
Purulia Municipal Election: টিকিট না পেয়ে তাঁরা দুজনেই ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট বিলি হয়েছে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: টিকিট বিক্ষোভ অব্যাহত পুরুলিয়ায়। এবার টিকিট না পেয়ে মুখ খুললেন তৃণমূলের পুরুলিয়া জেলা সম্পাদক বিমান সরকার ও পুরুলিয়া শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং। সূত্রের খবর, পুরুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ড থেকে দাঁড়াতে চেয়েছিলেন বিমান। আর ১০ নম্বর ওয়ার্ডে তাঁর মায়ের জন্য টিকিট চেয়েছিলেন গৌরব। কিন্তু টিকিট না পেয়ে তাঁরা দুজনেই ক্ষোভ উগরে দিয়েছেন।
তাঁদের অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট বিলি হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতির দাবি, কারও কিছু বলার থাকলে তা দলের মধ্যেই বলা উচিত ছিল। দল তাহলে তদন্ত করে দেখত।
এদিকে রাত পোহালেই চার পুরসভায় ভোট। বিধাননগরে গত পুর নির্বাচনে নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে চলছে নাকাতল্লাশি, রুটমার্চ।লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২। অন্যদিকে, রাত পোহালেই আসানসোল পুরসভায় ভোট। ১০৬টি ওয়ার্ডে মোট ৪২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। এখানে প্রতিটি বুথই স্পর্শকাতর। নজরদারি বাড়ানো হয়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায়।
আরও পড়ুন, ‘বলছে অভিষেক পদত্যাগ করবে, অভিষেকের পাপ কী ?’ বিস্ফোরক মদন
পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। জায়গায় জায়গায় চলছে নাকাতল্লাশি। এদিকে, ৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। তা সত্ত্বেও ভোটে অশান্তি রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ভোটের আগেই কোচবিহার পুরসভা দখল করেছে তৃণমূল। আর এনিয়েই শাসক দলের দুই নেতার মধ্যে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। নাম না করে একে অপরকে আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষ। যা নিয়ে তৃণমূলকে একযোগে বিঁধেছে বাম ও বিজেপি।






















