Purulia News: পুজোয় বাড়িতে ফিরলেন পরিযায়ী শ্রমিক, কিন্তু ততক্ষণে সবশেষ, পুরুলিয়ায় একই পরিবারের স্ত্রী ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু !
Purulia News Migrant Workers Family Death: পুজোয় বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখলেন পরিযায়ী শ্রমিক !

হংসরাজ, পুরুলিয়া: পুজোয় বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের মৃত্যু দেখলেন পরিযায়ী শ্রমিক ! একই পরিবারের মা ও ৩ নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ান এলাকায়।

ভিন রাজ্যে কাজ করেন মৃত মহিলার স্বামী। বাড়ি ফিরে স্ত্রী-সহ ৩ নাবালিকা মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। তিনিই ৪ জনকে চিকিৎসার জন্য বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আজ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। দেহগুলির ময়নাতদন্ত হবে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
কয়েক বছর আগে একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছিল জোকা এলাকায়। এক ঘর থেকে উদ্ধার করা হয়েছিল বাবা, মাও ছেলের ঝুলন্ত দেহ। কী কারণে এই ঘটনা, তদন্তে নেমেছিল পুলিশ। কীভাবে মৃত্যু, জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। তবে কোনও সুইসাইড নোট মেলেনি বলে পুলিশ সূত্রে দাবি উঠেছিল। বাড়িতে অনেক পোষা পাখি ছিল। দু’দিন আগেই সেই সব পাখি বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপরেই উদ্ধার হয়েছিল বাবা, মা, ছেলের ঝুলন্ত মৃতদেহ।
তাহলে কি পরিকল্পনা করে সপরিবারে আত্মহত্যা? না কি নেপথ্যে অন্য কোনও কারণ? চাঞ্চল্যকর ঘটনায় রহস্য দানা বাঁধছে ঠাকুরপুকুর থানা এলাকার জোকার হাঁসপুকুর মিত্রপাড়ায়। প্রতিবেশীদের দাবি, সকালে ডাকাডাকি করে কারও সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। খবর দেওয়া হয়েছিল পুলিশে। পুলিশ এসে উদ্ধার করেছিল তিনটি ঝুলন্ত দেহ। ঘরের দু’টি ফ্যান থেকে ঝুলছিল বিধানসভার কর্মী চন্দ্রবত মণ্ডল, মা মায়ার দেহ। অন্য একটি ফ্যান টাঙানোর হুক থেকে ঝুলছিল ছেলে সুপ্রিয়র দেহ।
প্রতিবেশীরা জানিয়েছিলেন, হাসিখুশি ছিলেন তিনজনই। সুপ্রিয় পেশায় ইঞ্জিনিয়র, পুণেতে ছিলেন। মাসখানেক আগে বাড়িতে ফিরে পাখি কেনাবেচা শুরু করেন। কিন্ত কী এমন ঘটল যে একই ঘরে তিনজনের এভাবে মৃত্যু হল? হতবাক পাড়া-পড়শি, আত্মীয়স্বজন। মৃতদের আত্মীয় ও পুলিশ সূত্রে দাবি ছিল, লক্ষ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিল পরিবারের। এমনকী বিদ্যুতের বিলও মেটানো হয়নি। দেনা মেটাতে না পারার জন্যই কি সপরিবারে আত্মহত্যা?প্রশ্ন উঠেছিল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















