Dukhu Majhi : শখ, নেশা ও অক্সিজেনের খোঁজ, ১৫ বছর থেকে গাছ লাগিয়ে চলেছেন বছর আশির দুখু মাঝি
Purulia News : পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন একাধিক জায়গায় গাছ লাগিয়ে চলেছেন যিনি। বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : অক্সিজেন দেয় গো, অক্সিজেন। গাছ না লাগালে বাঁচব কীভাবে ! দুখু মাঝি (Dukhu Majhi)। পুরুলিয়ার ৮০ বছরের শীর্ণকায় এক বৃদ্ধ। অস্ত্র বলতে বন দফতরের দেওয়া একটা সাইকেল। আর স্বপ্ন ? বিভিন্ন জায়গা গাছ লাগিয়ে সবুজে ডেকে ফেলা। বয়স যখন ১৫, তখন থেকে শুরু। এখন আশির ঘরে পা দিয়েও খামতি নেই। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন একাধিক জায়গায় গাছ লাগিয়ে চলেছেন (Tree Plantation) যিনি। বাঘমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি।
নেশা না শখ ? কেন গাছ লাগিয়ে চলেছেন ? জানতে চাইলে দুখু বলেন, এক সাহেবকে ছোটবেলায় বলতে শুনেছিলাম, গাছ অক্সিজেন (Oxygen) দেয়। তারপর থেকে বছর ১৫ বয়স থেকেই কাকার সঙ্গে গাছ লাগানো শুরু করি। আম, জাম বা তেতুঁল কোনও গাছই বাদ নেই তালিকা থেকে। সড়কডি, চড়িদা, ঘোড়াবাঁধা, সিন্দ্রি, হরিডি সহ পুরুলিয়ার বহু এলাকায় তিনি প্রায় পাঁচ হাজার গাছ ইতিমধ্যে লাগিয়েছেন তিনি। গাছের চর্চার সুবাদে বনদফতরের পক্ষ থেকে পেয়েছেন একটি সাইকেলও। সেই সাইকেলেই মাটি, সার থেকে গাছের চারা, বালতি ভরে নিয়ে জারি রয়েছে দুখু মাঝির সবুজ-অভিযান।
বন সংরক্ষণ ও গাছ লাগানোর সুবাদে বনদফতর সহ বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন একাধিক পুরস্কার, মানপত্র। কিন্তু হাতে অর্থ বলতে, শুধু পেনশন। স্ত্রীর সঙ্গে থাকেন মাটির ঘরে। যেখানে ঝড়-বৃষ্টি-বাদলার দাপটে উড়ে যায় ত্রিপল। প্রশাসনের কর্তারা যদি তাঁর অবস্থা একটু দেখেন, তাহলে খুশি হবেন যদিও কিন্তু তার থেকেই দুখু মাঝির বাড়তি চিন্তা প্রশাসনের থেকে বরাদ্দ হওয়া অর্থ ঠিকমতো গাছ লাগাতে ব্যবহার না হওয়া ঘিরে।
শুধু গাছ লাগানোই নয়, গাছের পরিচর্চা থেকে রক্ষা, সেটার দিকেও যথেষ্ট নজর রাখেন দুখু মাঝি। নিজে হাতে লাগানো গাছ- বাঁচাতে কাঠের বেড়া ঘিরে দেন তার চারিদিকে। যার জন্য তিনি শ্মশান থেকে কাঠ কুড়িয়ে এনে তা নিজেই কেটে বেড়া তৈরি করে নেন দুখু মাঝি। সিন্দ্রি গ্রামের বাসিন্দা রাম পরামানিক বলেছেন, ছোটবেলা থেকেই নিঃস্বার্থভাবে গাছ লাগিয়ে চলেছেন উনি। আর আশি ছুঁয়ে ফেলা দুখু মাঝির কথায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন গাছ লাগাতে উৎসাহ দেখায়, সেটুকুই চাই। কারণ হিসেবে পুরুলিয়ার সবুজ-অভিযান চালানো দুখুর বক্তব্য, অক্সিজেন দেয় গো, অক্সিজেন।
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial