Nobel Prize: ‘নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত’, ২৫শে বৈশাখে বিস্ফোরক রাহুল সিনহা
BJP Rahul Sinha on Nobel Prize: রাহুল এদিন বলেন, "তৃণমূলের যে প্রচার মুখপাত্র তাতে বলা হয়েছে যে নোবেল পুরস্কার কোথায় গেল। সিবিআই যাতে নোবেল খুঁজে না পায়, তার জন্য সব অসহযোগিতা রাজ্য সরকার করেছে।
কলকাতা: আজ কবিগুরুর ১৬১তম জন্মদিন। গানে-গল্পে-কবিতায় রবি-বরণ চলে জোড়াসাঁকো (Jorasanko) থেকে শান্তিনিকেতনে (Shantiniketan)। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে পঁচিশে বৈশাখ। এরই মধ্যে এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নোবেল পুরস্কার (Nobel Prize) চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা (Rahul Sinha)।
কী বলেছেন তিনি?
রাহুল এদিন বলেন, "তৃণমূলের যে প্রচার মুখপাত্র তাতে বলা হয়েছে যে নোবেল পুরস্কার কোথায় গেল। সিবিআই যাতে নোবেল খুঁজে না পায়, তার জন্য সব অসহযোগিতা রাজ্য সরকার করেছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য সরকার তদন্তে বাধা করেছে। আজকে জিজ্ঞাসা করছে নোবেল কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে দিন। উনি তো বলেছিলেন নোবেল কেউ খুঁজে না পেলে, উনি খুঁজে দেবেন। বাংলার সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত। নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত’।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৫ মার্চ সকালে জানা যায়, রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক-সহ মোট ৫০টি মূল্যবান জিনিস চুরি গিয়েছে। ঘটনার ছ'দিনের মাথাতেই চুরির তদন্তের দায়িত্ব চলে যায় সিবিআইয়ের হাতে। প্রথম দফায় ২০০৭ সালের অগস্টে তদন্ত গুটিয়ে নেয় সিবিআই।
এদিকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। তিনি বলেন, "২০০৪ চার সাল থেকে সিবিআই তদন্ত চলছে, কিন্তু একবারও তো সিবিআই কোর্টে এই কথা বলেনি, কোনও পিটিশন নেই। চুরির ৬ দিনের মাথায় সিবিআই তদন্ত নেয়। তখন তো রাজ্য সরকার সিপিএমের ছিল।"