BSNL: ১৮ বছর পরে লক্ষ্মীলাভ BSNL-এর, ২৬২ কোটির মুনাফা; কী সুবিধে পাবেন ৯ কোটি গ্রাহক ?
BSNL Record Profit: ২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বিএসএনএল সংস্থার ১২৬২ কোটি টাকার লোকসান হয়েছিল। এবার ২৬২ কোটির মুনাফা হল সংস্থার।

BSNL Profit: রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের রেকর্ড মুনাফা হল এবার। লোকসানের বহর কেটে এবার মুনাফার মুখ দেখছে সংস্থা। গ্রাহক সন্তুষ্টির দিক থেকেও পরিসংখ্যান বেশ ভাল এই টেলিকম সংস্থায়। বিগত ১৮ বছরের মধ্যে এই প্রথম ২৬২ কোটি টাকার মুনাফা করেছে এই সংস্থা। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এসেছে (BSNL Profit) বিপুল মুনাফা। এছাড়া গত ৬ মাসের মধ্যেই সারা দেশে ৫৫ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন এই টেলিকম সংস্থার সঙ্গে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্যসভায় এই তথ্য জানান।
রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন সরকারি খাতের টেলিকম সংস্থাগুলিকে লাভজনক জায়গায় ফিরিয়ে আনা এবং তাদের গ্রাহক ভিত্তি উন্নত করার চেষ্টা চলছে। ১৮ বছর পরে বিএসএনএল সংস্থায় এই প্রথম ২৬২ কোটি টাকার নেট প্রফিট (BSNL Profit) হল। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এই মুনাফা এসেছে সংস্থায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই অর্জন হয়েছে বিএসএনএলের, এমনটাই দাবি করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
২০২৩-২৪ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বিএসএনএল সংস্থার ১২৬২ কোটি টাকার লোকসান হয়েছিল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এই একই ত্রৈমাসিকে এই বছর ২০২৪-২৫ অর্থবর্ষে ২৬২ কোটি টাকার মুনাফা হয়েছে সংস্থার। এই মেয়াদের (BSNL Profit) মধ্যে সংস্থার অপারেটিং মুনাফা এসেছে ১৫০০ কোটি টাকা, এমনটাই জানান যোগাযোগ মন্ত্রী। তিনি আরও জানান, গত বছর জুন মাস থেকে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন ৫৫ লক্ষ গ্রাহক।
তাঁর কথায়, 'আপনারা শুনে খুশি হবেন যে ২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ের মধ্যে বিএসএনএল ইতিহাসে এই প্রথমবার ৮.৫৫ কোটি গ্রাহক থেকে এক লাফে পৌঁছে গিয়েছে ৯.১ কোটি গ্রাহকসংখ্যায়। গত ৬-৭ মাসে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর সংস্থায় ৫৫ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। বিএসএনএল এখন মুনাফার রাস্তায় চলতে শুরু করেছে, গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রেও এগিয়ে চলছে।'
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিশদে বলেন, এখনও পর্যন্ত দেশে বিএসএনএলের ১ লক্ষ ৪জি টাওয়ার লাগানো সম্পূর্ণ হয়নি। এখনও পর্যন্ত ৭৩,৩২৬টি টাওয়ার লাগানো হয়েছে। ৪জি পরিষেবা পাবেন ১.৮৫ কোটি মানুষ। আর এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই দেশে ৫জি নেটওয়ার্ক বসানোর কাজও শুরু হয়ে যাবে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।






















