Sealdah Rail Service: সপ্তাহের প্রথম দিনেই ধাক্কা খেল শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল
Rail Service Disrupted:সপ্তাহের প্রথম দিনে শিয়ালদা মেইন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। দেরিতে চলে বেশ কয়েকটি লোকাল ট্রেন।
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সপ্তাহের প্রথম দিনে শিয়ালদা মেন লাইনে (Sealdah Main Line) ট্রেন চলাচলে বিঘ্ন। অফিস টাইমে (Office Time) চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা (Passengers)। দেরিতে চলে বেশ কয়েকটি লোকাল ট্রেন। সূত্রের খবর, নৈহাটির কাছে সিগন্যালে সমস্যার কারণেই ধাক্কা খেয়েছে পরিষেবা।
বার বার বিপর্যস্ত পরিষেবা...
সপ্তাহখানেক আগেই শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। সে বার 'খলনায়ক' ছিল ঝড়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে গাছ ভেঙে পড়ে। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার আগে, এপ্রিলের শেষাশেষি আবার দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় রেল পরিষেবা ব্যাহত হয়। সকাল সকাল ডাউন আমতা লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বিপত্তি ঘটেছিল সেবা। পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী,জানান, প্যান্টোগ্রাফ ভেঙেই বিপত্তি। ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজও। এপ্রিলের গোড়ার দিকে আবার, দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন লাগায় শিয়ালদা-বজবজ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায় সেই ঘটনায়। ওই দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে বলে খবর। প্রায় দেড় ঘণ্টা পর, সন্ধে ৭টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যায়। বরং ছড়াতে ছড়াতে একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
বাতিল বন্দে ভারত এক্সপ্রেস...
ঘটনাচক্রে এদিনই আবার পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ওড়িশায় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। তার জেরেই এই সিদ্ধান্ত। গতকাল বিকেলে জাজপুর স্টেশন পেরোনোর পরই ঝড়-বৃষ্টিতে দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীদের দাবি, আচমকাই ট্রেনে বিদ্যুৎ চলে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। ওই অবস্থায় সেতুর ওপর ঘণ্টাতিনেক আটকে থাকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। বাজ পড়েই এই অবস্থা বলে অনুমান রেল কর্তৃপক্ষের। কোনও মতে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে খড়গপুরে নিয়ে আসা হয়েছে। এরপর সাড়ে ৭ ঘণ্টা দেরিতে, রাত আড়াইটে নাগাদ হাওড়া পৌঁছয় বন্দে ভারত।
আরও পড়ুন:প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা