Bangladesh Hindu monk arrest : 'অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি...' হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি নিয়ে ভারতের বার্তায় কী জানাল বাংলাদেশ?
Hindu monk Chinmoy Krishna Das Arrest : ভারতের বিবৃতিকে ' দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী' বলে মনে করছে বাংলাদেশ
উত্তাল বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে পড়শি দেশ। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ প্রবল হয়েছে। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।
ভারতের বিবৃতি পেশের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ। ভারতের এই কড়া বার্তার প্রেক্ষিতে, বাংলাদেশ বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, 'চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে একটি অংশ ভুলভাবে দেখানোর চেষ্টা করছে। আমরা অত্য়ন্ত স্পষ্টভাবে জানাচ্ছি, প্রত্য়েক বাংলাদেশি নাগরিকের তাঁর নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে। প্রত্য়েক নাগরিক, বিশেষ করে ধর্মীয় সংখ্য়ালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব।'
তারা আরও জানিয়েছে, 'বাংলাদেশ সরকার মনে করে এই ধরনের ভিত্তিহীন বিবৃতিতে শুধুমাত্র তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাই নয়, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী।'
মঙ্গলবার চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হলে, তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতিবাদে তিনি আদালত থেকে বেরনোর পর প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ দেখান ভক্তরা। প্রিজন ভ্যানের ভিতর থেকেই শান্তি বজায় রাখার বার্তা দেন ধৃত সন্ন্যাসী।
এখন দেখার বিষয়, সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে কি ব্যবস্থা নেবে মহম্মদ ইউনূসের সরকার? যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তাঁর সরকারের আমলেই এতো অশান্তি, হানাহানি। আর তিনি কেন মুখ বুজে রয়েছেন? কোথায় সেই ছাত্র নেতারা, যারা আজ ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন? কেন সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে না তাঁদের? বাংলাদেশে সংখ্যালঘুদের উপর এই অত্যাচার বন্ধ করতে কি, কড়া পদক্ষেপের পথে হাটবে মোদি সরকার?
আরও পড়ুন :
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।