এক্সপ্লোর
Train Cancel : রেলওয়ের বড় ঘোষণা ! পয়লা বৈশাখের আগেই হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে বাতিল গুচ্ছখানেক ট্রেন
Railway News : সম্প্রতি রেলওয়ে জানিয়েছে, ছত্তীসগড় দিয়ে যাওয়া অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। আপনার কি বেড়ানোর পরিকল্পনা আছে এই সময়েই ?

বাতিল গুচ্ছখানেক ট্রেন
Source : ABP Ananda
সামনেই পয়লা বৈশাখ। তার আগেই অম্বেদকর জয়ন্তী । তার আগে শনি ও রবিবার। পরপর ছুটি। চারদিনের ট্রিপ প্ল্যান করে ফেলেছেন অনেকেই। টিকিটও কাটা। কিন্তু ট্রেন পাবেন তো ? হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার থেকে যাতায়াত করা একাধির দূরপাল্লার ট্রেন বাতিল করল রেল। কোথাও রেল লাইন মেরামতির কাজ, কোথাও ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সম্প্রতি রেলওয়ে জানিয়েছে, ছত্তীসগড় দিয়ে যাওয়া অনেকগুলি ট্রেন বাতিল করা হয়েছে। আপনার কি বেড়ানোর পরিকল্পনা আছে ?
রেলওয়ে হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে কোন কোন ট্রেন বাতিল হচ্ছে ?
- সাঁতরাগাছি থেকে ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেস, ৬ এপ্রিল এবং ২৩ এপ্রিল বাতিল
- জবলপুর থেকে ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
- সাঁতরাগাছি থেকে ২০৮২২ সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- পুনে থেকে ২০৮২১ পুনে-সাঁতরাগাছি-পুনে এক্সপ্রেস ১৪ এপ্রিল এবং ২১ এপ্রিল বাতিল
- হাওড়া থেকে ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ১৮ এপ্রিল বাতিল
- মুম্বই থেকে ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেস ১৩ এপ্রিল এবং ২০ এপ্রিল বাতিল
- এলটিটি থেকে ১২১৫১ এলটিটি-শালিমার এক্সপ্রেস ৯, ১০, ১৬ এবং ১৭ এপ্রিল বাতিল
- শালিমার থেকে ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- হাওড়া থেকে ২২৮৯৪ হাওড়া-সাইনগর শিরডি এক্সপ্রেস ১০ এপ্রিল এবং ১৭ এপ্রিল বাতিল
- সাইনগর শিরডি থেকে ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস ১২ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- হাতিয়া থেকে ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- এলটিটি থেকে ১২৮১১ এলটিটি-হাতিয়া এক্সপ্রেস ১৩, ১৪, ২০ এবং ২১ এপ্রিল বাতিল
- পুণে থেকে ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
- হাওড়া থেকে ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
- মুম্বই থেকে ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
- হাওড়া থেকে ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস ১১ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
- হাওড়া থেকে ১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- পুনে থেকে ১২২২১ পুনে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২, ১৪, ১৯ এবং ২১ এপ্রিল বাতিল
- পোরবন্দর থেকে ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল বাতিল
- শালিমার থেকে ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৮ এপ্রিল এবং ১৯ এপ্রিল বাতিল
- এলটিটি থেকে ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ১১ এপ্রিল, ১২ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল, ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল বাতিল
- শালিমার থেকে ১২১০২ শালিমার - এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ১৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৭ এপ্রিল, ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল বাতিল
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















