Digha Rath Yatra 2025: রথের আগে সাজ সাজ রব, আজ দিঘায় মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: গত ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন।

কলকাতা: জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পরে প্রথম রথযাত্রা (Digha Rath Yatra 2025)। রথযাত্রা উপলক্ষে দিঘার পথে মুখ্যমন্ত্রী। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। পুরো বিষয়টি তদারকির জন্য আজই যাচ্ছেন দিঘায়।
আজ দিঘায় মুখ্যমন্ত্রী: অক্ষয় তৃতীয়ায় দিঘায় দ্বারোদ্ঘাটন হয়েছে জগন্নাথ মন্দিরের। এবছরই প্রথমবার সেখানে রথযাত্রার উৎসব উদযাপিত হবে। রথযাত্রা নিয়ে নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন দফতরের সচিব-সহ জেলাশাসক, পুলিশ সুপাররা। আগামী ২৭ জুন রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথে রওনা দিয়ে আজই পৌঁছবেন সৈকত শহরে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর দিঘায় প্রথম রথযাত্রা। গত ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ ৫ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে সবকিছু দেখভালের জন্য তিনি নিজে আজ দিঘায় যাচ্ছেন।
দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর এবারই প্রথমবার রথযাত্রা। কোনও খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী। ৫ জন মন্ত্রীকে রথযাত্রার বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সূত্রের দাবি, রথযাত্রার আগে বৃহস্পতিবার দিঘার জগন্নাথ মন্দিরে 'নেত্র উৎসবে' যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পুরীর রথযাত্রার মতোই দিঘাতেও সোনার ঝাড়ুতে রাস্তা পরিষ্কার করে শুরু হবে জগন্নাথ-বলরাম-
শুভদ্রার রথযাত্রা। ইতিমধ্যে ব্যক্তিগত টাকা থেকে দিঘার মন্দির কর্তৃপক্ষকে সোনার ঝাড়ু দান করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
এর আগে স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছিল সৈকত নগরী। শাস্ত্র মতে, এই দিনই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। এই স্নানযাত্রার পরই ১৫ দিন অন্তরালে থাকেন জগন্নাথ দেব। এরপর রথের আগে ভক্তদের সামনে আসেন নব যৌবন বেশে। ১১ জুন এই স্নানযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের সমাগম। প্রথম বছর হলেও সব নিয়ম মেনে করা হয় বিশেষ আয়োজন। রীতিমেনে পহন্ডির মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে এনে পাশে স্নানের জন্য অস্থায়ীভাবে তৈরি একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। ফল-ফুলের বিশেষ সাজে সাজোনো হয়। বিভিন্ন তীর্থ ক্ষেত্র থেকে আনা ১০৮ কলস জল, দুধ, ডাবের জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবকে।






















