Ratha Yatra 2025: বছরভর টিনের খাঁচায় বসবাস, উল্টোরথের আগের দিন 'ভান্ডার লুঠ', প্রায় ৩০০ বছরের পথে হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা !
Hooghly Guptipara Ratha Yatra : শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান পড়বে রথের রশিতে, রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে পুণ্যার্থী, বাংলার প্রসিদ্ধ রথ গুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাংলার প্রসিদ্ধ রথ গুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন।রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায়, ১৭৪০ সালে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত।প্রায় তিনশো বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা।
আরও পড়ুন, আজই শেষ সুপ্রিম কোর্টের DA সময়সীমা, রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আইনি নোটিস
বছরের অন্যসময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে।এই রথ চার তলা, উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য ও প্রস্ত ৩৪ ফুট করে।আগে বারোটা চূড়া ছিল, বর্তমানে নয়টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ,বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাঁইগঞ্জ-বড়বাজারে মাসির বাড়ি যান।গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট।উল্টোরথের আগের দিন হয় ভান্ডার লুঠ।
গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন থানা থেকে ওসিরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।ডিএসপি অ্যাডিশনাল এসপি পদ মর্যাদার অফিসাররা মোতায়েন থাকেন।ড্রোন ক্যামেরায় চলে নজরদারি।শ্রীরামপুরের মাহেশে জগন্নাথ মন্দিরে সকাল থেকে পুজো পাঠ হয়।বিকালে হয় রথের টান।গুপ্তিপাড়ায় রথের প্রথম টান হয় বেলা বারোটায়।এই রথযাত্রা দেখতে বর্ধমান, নদিয়া ,উত্তর ২৪ পরগনা থেকে বহু মানুষ আসেন।ভক্তের ভীড়ে গমগম করে রথের সড়ক। মেলা বসে। আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা।
আজ কলকাতা এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে তিনটি রথযাত্রায় অংশ নেবেন বিরোধী দলনেতা। কর্মসূচি শুরু হবে উত্তর কলকাতা থেকে। সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয়েছে। আজ দুপুরে সেখানে রথের রশিতে টান দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। মহাজাতি সদন থেকে শোভাবাজারের লাল মন্দির পর্যন্ত হবে রথযাত্রা। এরপর বিরোধী দলনেতার জোড়া কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুরে। কলকাতা থেকে তমলুকে চলে যাবেন তিনি। বিকেল ৫টা নাগাদ সেখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে রথ যাত্রায় সামিল হবেন। পুরীর মহাপ্রসাদও বিলি করবেন। এরপরে মেচেদার শ্রী শ্রী শঙ্খানন্দ মন্দিরের রথযাত্রায় সামিল হবেন বিরোধী দলনেতা। অন্যদিকে হাওড়ার রানিহাটির একটি রথযাত্রায় সামিল হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।খড়গপুরের রথযাত্রায় যোগ দেবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।






















