Jyotipriya Mallick: প্রেসিডেন্সি জেলে পার্থর পাশে জ্যোতিপ্রিয়, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে
Ration Scam: প্রেসিডেন্সি জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) এখন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পড়শি। প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর ঠাঁই হল পয়লা বাইশ ওয়ার্ডের সেলে। জেল সূত্রে খবর, মাটিতেই শুতে হচ্ছে মন্ত্রীকে। জ্যোতিপ্রিয় নিজেকে অসুস্থ বলে দাবি করলেও, জেলের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।
যদিও প্রাক্তন খাদ্যমন্ত্রী ও রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় বলেন, 'শরীর অত্যন্ত খারাপ। মৃত্যু শয্যা প্রায়। লেফট সাইডটা প্রায় প্যারালিসিস হয়ে গেছে।' রবিবার অর্থাৎ কালীপুজোর সকালে দেখা যায়, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না জ্যোতিপ্রিয়। দু'পাশ থেকে তাঁকে ধরে রয়েছেন ED-র ২ আধিকারিক। তাঁদের উপরেই কার্যত ভর দিয়ে হাঁটছেন।
চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তী। জেল সূত্রে খবর, আদালতের নির্দেশে মন্ত্রীকে বাড়ির খাবারই দেওয়া হচ্ছে। জেল কর্তৃপক্ষের দাবি, সাধারণ বন্দিদের মতোই জেলে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী বলেন,৭ দিন আগে, এই আদালতে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে পেশ করা হয়েছিল, তিনি সুস্থ ছিলেন। টিভিতে আমরা দেখেছি, তিনি অসুস্থ। ED হেফাজতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। যদিও, এদিনও জামিনের আবেদন করা হয়নি। এরপরই, ED-র আইনজীবী কমান্ড হাসপাতালের রিপোর্ট বন্ধ খামে পেশ করেন। সূত্রের খবর, যেখানে লেখা ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক স্থিতিশীল রয়েছেন। পাশাপাশি বলা হয়েছে, এখনই তাঁকে হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন, এক গ্রামে একশোরও বেশি কালী পুজো ! নামই হয়ে গেল কালীগ্রাম
এদিকে, প্রায় নিয়োগ দুর্নীতি মামলায় একবছরের বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার জামিনের আবেদন করলেও আদালতে ধাক্কা খেতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর পূর্ণ সময়ের সহায়ক রাখার অনুরোধ ফিরিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষও। সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে। এই পরিস্থিতিতে জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে তাঁর দাবি, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে।
তবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিঠি পাওয়ার পরই খবর দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তবে স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়ে দেওয়া হয়, জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক দেওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায়কে। তবে, ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।