Reckless Driving : সাবধান ! বেপরোয়া গাড়ি চালালেই দিতে হবে আরও জরিমানা, জানুন কত ?
Reckless Driving : পুলিশ প্রশাসনের তরফে এনিয়ে ব্যবস্থা গ্রহণ করা হলেও, দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না
![Reckless Driving : সাবধান ! বেপরোয়া গাড়ি চালালেই দিতে হবে আরও জরিমানা, জানুন কত ? Reckless Driving : State govt has increased the amount of fine for reckless driving Reckless Driving : সাবধান ! বেপরোয়া গাড়ি চালালেই দিতে হবে আরও জরিমানা, জানুন কত ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/29/8d0e2a9cc4975ed6e5767c63f06e7261_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বেপরোয়া গাড়ির জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের তরফে এনিয়ে ব্যবস্থা গ্রহণ করা হলেও, দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে বেপরোয়া গাড়িতে লাগাম টানতে জরিমানা বাড়াল রাজ্য।
জরিমানার অঙ্ক বেড়ে যা হল-
- ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা
- বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা
- বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা
- সিট বেল্ট না পরলে ১ হাজার টাকা জরিমানা
- হেলমেট না পরলে ১ হাজার টাকা জরিমানা
- সাইলেন্স জোনে হর্ন বাজালে ১ হাজার টাকা জরিমানা
- নম্বর ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা
- বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা
এপ্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "রোড সেফটি আমাদের মূল লক্ষ্য। সেফটির কথা মাথায় রেখে আমরা কিছু কিছু জায়গায় জরিমানা বাড়িয়েছি। কিন্তু, আমরা একটা ফাইনও নিতে চাই না। কেউ ট্র্যাফিক নিয়ম উলঙ্ঘন না করলে আমরা সবথেকে বেশি খুশি হব। বেপরোয়া গাড়ি চালিয়ে যেমন হল গত পরশু দিন, সেই জন্যই আমরা জরিমানা বাড়িয়েছি। কিন্তু, আমরা চাই যাতে এক পয়সাও জরিমানা না ওঠে। সবথেকে মূল্যবান মানুষের জীবন। সেটার ওপর যেন সবার খেয়াল থাকে। কারও একটা ভুলের জন্য একটা পরিবার পথে বসে যেতে পারে। সেটা যাতে সবাই মাথায় নিয়ে গাড়ি চালান সেই জন্যই এই পদক্ষেপ বলে জানান ফিরহাদ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)