SLST Recruitment Case: ডেডলাইন ১ ফেব্রুয়ারি, তার মধ্যেই মিটবে SLST নিয়োগ জট?
Job Agitation: বিকাশভবনে ব্রাত্য বসুর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পরে বাইরে বেরিয়ে দ্রুত জট খোলার আশা প্রকাশ করেছেন SLST চাকরিপ্রার্থীরা।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের (SLST Job Seekers Agitation) বৈঠক শেষ। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে এই জট খোলার ডেডলাইন ১ ফেব্রুয়ারি। ১ হাজার দিনেরও বেশি সময় ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। বিকাশভবনে ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠকের পরে বাইরে বেরিয়ে দ্রুত জট খোলার আশা প্রকাশ করেছেন SLST চাকরিপ্রার্থীরা।
চাকরিপ্রার্থীরা বলেন, 'আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পাব। আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। শিক্ষা দফতরের তরফে সেই আশ্বাস পেয়েছি।' তাঁদের আরও দাবি, 'মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দফতরে একমাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে।'
এদিন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়োগে জট খোলার একটি প্রক্রিয়া শুরু হয়েছে। উভয়পক্ষই কিছু কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। 'যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট খোলার চেষ্টা করা হচ্ছে। জানুয়ারির মধ্যে যাতে প্রক্রিয়া শেষ করা যায়, সেই চেষ্টা চলছে'। তাঁর সংযোজন, 'মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তারিখের কথা বলেননি, তিনিও দ্রুত নিয়োগ চান। নতুন করে আইনি জটিলতা না এলে নিয়োগের প্রস্তুতির প্রক্রিয়া শেষ করার চেষ্টা হবে। এখন স্পষ্ট হয়ে যাচ্ছে, রাজ্য সরকার চাকরি দিতে চান আর কারা চান না। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য নতুন নতুন মামলা করা হচ্ছে।'
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চাইছে দ্রুত নিয়োগ হোক। কিন্তু চাকরি প্রার্থীদের বলা ডেডলাইন অস্বীকার করলেন শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীরা ১ ফেব্রুয়ারি ডেডলাইনের কথা বললেও নির্দিষ্ট তারিখের কথা বললেন না ব্রাত্য। 'মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা দফতরে একমাসের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ এসেছে', শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দাবি চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তারিখের কথা বলেননি, পাল্টা দাবি মধ্যস্থতাকারী কুণাল ঘোষের।
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেও বিক্ষোভ:
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এদিন চাকরি আন্দোলনের ঢেউ। কালীঘাটে আপার প্রাইমারি আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। মহিলা পুলিশ দিয়ে তোলা হল আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। বিক্ষোভ সামলাতে ডিসি সাউথের নেতৃত্বে এলাকায় পুলিশ বাহিনী।
আরও পড়ুন: পথচারীদের ধাক্কা মেরে দেওয়াল ভেঙে ঢুকল বালি বোঝাই বেপরোয়া ট্রাক্টর, গুরুতর আহত ২