Jiban Krishna Saha : 'ভারতকে উন্নয়নের রাস্তা দেখাবে ইন্ডিয়া জোট' মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহার
TMC MLA : চলতি বছরের ১৭ই এপ্রিল মুর্শিদাবাদের বড়ঞার আন্দিতে নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই।
কলকাতা : ২০২৪-এর লোকসভা নির্বাচনে জয় হবে ইন্ডিয়া জোটের (I.N.D.I.A Alliance)। ভারতকে উন্নয়নের রাস্তা দেখাবে ইন্ডিয়া জোট। আলিপুর আদালতে ঢোকার মুখে মন্তব্য নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। চলতি বছরেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞায় তৃণমূল বিধায়ক। গ্রেফতারির পর থেকে একাধিকবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি।
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও বারবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানানো হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে 'কাজে' লাগানোর অভিযোগে। বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকেও যে নিয়ে সরব হয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রেক্ষিতেই জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরোধী জোট নিয়ে এহেন মন্তব্য বিশেষ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ই এপ্রিল মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার আন্দিতে নিজের বাড়ি থেকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই সময়ই প্রমাণ লোপাটের জন্য়, নিজের ২টি মোবাইলই তিনি বাড়ির পাশের পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। এরপর ৬৭ ঘণ্টার নাটকীয় টানাপোড়েন। পুকুর ছেঁচে ২ টি মোবাইল ফোনই উদ্ধার করা হয়। সিবিআই সূত্রে খবর, সেই ফোন থেকে উদ্ধার হয়েছে একের পর এক গুরুত্বপূর্ণ চ্য়াট। যেখানে চাকরিপ্রার্থীর সঙ্গে সরাসরি টাকার লেনদেন নিয়ে কথা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।
নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায়, ধৃত বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সঙ্গে এক চাকরিপ্রার্থীর কথোপকথনের বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে CBI-সূত্রে দাবি করা হয়। সূত্রের দাবি, চাকরির নাম করে, বারো লক্ষ টাকা নেন জীবনকৃষ্ণ। টাকা ফেরত চাইলে হুমকি দেন তিনি। চাকরি পাইয়ে দিতে, অযোগ্য়দের থেকে টাকা নেওয়ার অভিযোগ তো ছিলই ! কিন্তু যাঁরা নিজের যোগ্য়তায় চাকরি পেয়েছেন, তাঁদের থেকেও ছলে বলে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (JibanKrishna Saha)! সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্য়কর দাবি করা হয়েছে। এমন কয়েকজন প্রার্থীর পরিবারের কাছে পৌঁছেছিল এবিপি আনন্দ। এই পরিবারগুলির দাবি, পরে টাকা ফেরত চাইলে চাকরি কেড়ে নেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন- রোগ ঠিক কী ? পরীক্ষার আগেই হাসপাতালে বরাদ্দ মশারি লাগানো বেড
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন