Recruitment Scam : দেবরাজের বাড়িতে উদ্ধার চাকরির অ্যাডমিট কার্ড ! বাপ্পাদিত্যর বাড়িতে সুপারিশপত্র ! দাবি সিবিআইয়ের
CBI : CBI সূত্রে খবর, তাঁদের কাছে যে অযোগ্য় চাকরিপ্রার্থীদের নামের তালিকা রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, ২ তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হওয়া অ্য়াডমিট কার্ডের নাম।
প্রকাশ সিনহা, কলকাতা : বিধাননগরের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) বাড়িতে মিলেছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড। সিবিআই (CBI) সূত্রে খবর, বৃহস্পতিবার দেবরাজের ২টি আস্তানায় তল্লশি চালিয়ে উদ্ধার হয় ১৪-১৫টি অ্যাডমিট কার্ড ও সরকারি চাকরিতে বদলি সংক্রান্ত নথি।
একজন কাউন্সিলরের বাড়িতে এত পরিমাণ অ্যাডমিট কার্ড কেন ? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সিবিআইয়ের কাছে অযোগ্য চাকরিপ্রাপকদের যে তালিকা রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে দেবরাজের বাড়িতে মেলা অ্যাডমিট কার্ডের তথ্য (Admit Card Information)। প্রয়োজনে ফের তলব করা হতে পারে তৃণমূল নেতা তথা রাজ্যের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে, খবর কেন্দ্রীয় এজেন্সি সূত্রে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Primary Recruitment Scam) ২ দিন আগেই রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় সিবিআই। যার মধ্যে কলকাতা ও বিধাননগর পুরসভার ২ তৃণমূল কাউন্সিলর, বাপ্পাদিত্য় দাশগুপ্ত (Bappaditya Dasgupta) ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালিয়েছে CBI। আর দু'জনের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে নিয়োগ সংক্রান্ত নথি। এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য় দাশগুপ্তর বাড়িতে চাকরির সুপারিশ পত্র উদ্ধার হয়েছে বলেই।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে মিলেছে ১০০ পাতার নিয়োগ সংক্রান্ত নথি ! যার মধ্য়ে রয়েছে অ্য়াডমিট কার্ড, নিয়োগের সুপারিশপত্র। CBI-এর তরফে আরও দাবি করা হয়েছে, শুধু প্রাথমিকে নিয়োগের নথিই নয়, মিলেছে SSC-র নথিও ! অন্য়দিকে, বিধাননগর পুরসভার মেয়র পারিষদ, দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলেছে বলে CBI সূত্রে দাবি।
CBI সূত্রে খবর, তাঁদের কাছে যে অযোগ্য় চাকরিপ্রার্থীদের নামের তালিকা রয়েছে, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে, ২ তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হওয়া অ্য়াডমিট কার্ডের নাম। উদ্ধার হওয়া অ্য়াডমিট কার্ড কিম্বা সুপারিশ পত্রে যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রাথমিকে বা SSC-র চাকরি পেয়েছে কি না। CBI সূত্রে খবর, প্রয়োজনে তলব করা হতে পারে, ২ তৃণমূল কাউন্সিলরকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।