Red Road Accident : ঘোড়ার গাড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কা , দুর্ঘটনায় জখমদের ভর্তি করা হল হাসপাতালে
Red Road Accident Update : ৩ জন দুর্ঘটনায় জখম, আহতদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে
কলকাতা : রেড রোডে ( Red Road ) ঘোড়ার গাড়িতে ( Buggy ) বেপরোয়া গাড়ির ধাক্কা , ধাক্কার চোটে উল্টে গিয়েছে ঘোড়ার গাড়ি। ৩ জন দুর্ঘটনায় জখম, আহতদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে ( SSKM Hospital )। রেড রোড জুড়ে তুমুল যানজট। প্রায় অবরুদ্ধ মহানগরের ওই ব্যস্ত রাস্তা।
বেপরোয়া গাড়ির চালককে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, চালক পেশায় আইনজীবী । নাম সৌরভ। এদিন ওড়িশার সম্বলপুরের একটি পরিবার ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ার গাড়িতে ওঠে। রেড রোডে ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। এক আরোহীর মাথা ফেটে যায়। দুর্ঘটনার জেরে রেড রোডে তীব্র যানজট তৈরি হয়।
ঘটনাটি ঠিক কী
ওড়িশার সম্বলপুর থেকে আসা কয়েকজন পর্যটককে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে নিয়ে বের হয় ঘোড়ার গাড়িটি। ফোর্ট উইলিয়ামের গেটের কাছে, পিছন দিক থেকে ঘোড়ার গা়ড়িটিতে এই গাড়িটি ধাক্কা দেয়। বেপরোয়া গাড়ির চালককে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, চালক পেশায় আইনজীবী । নাম সৌরভ। এদিন ওড়িশার সম্বলপুরের একটি পরিবার ভিক্টোরিয়ার সামনে থেকে ঘোড়ার গাড়িতে ওঠে। রেড রোডে ঘোড়ার গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। এক আরোহীর মাথা ফেটে যায়। দুর্ঘটনার জেরে রেড রোডে তীব্র যানজট তৈরি হয়। গাড়ির গতি বেশি থাকায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে স্বীকার করে নিয়েছেন গাড়ির চালক সৌরভ দত্ত । গাড়ি চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে রেড রোড জুড়ে তীব্র যানজট তৈরি হয়।
আরও পড়ুন :
অনশনের ২ দিন পার, প্রাথমিকের চাকরিপ্রার্থীদের বয়স পঞ্চাশ পেরিয়েছে ! এরপর কী হবে?
দুপুর ২ টোর খবর
১। বরানগরে আচমকা ভেঙে পড়ল বাড়ি। মৃত্যু মহিলার। ক্ষতিগ্রস্ত পাশের বাড়িও। কীভাবে ভাঙল বাড়ি? শুরু তদন্ত। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।
২। আজ ২১ ডিসেম্বর। ডিসেম্বর ডেডলাইনের তৃতীয় দিন। কাঁথির সভা গুরুত্বপূর্ণ, মন্তব্য শুভেনদুর। আসানসোলে অঘটনের সময় পালালেন। কলকাতা, দিল্লি, কাঁথির কর্মসূচিতে যাচ্ছেন, কটাক্ষ কুণালের।
৩। পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় নাম মঙ্গলকোটে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের! আছেন ৭ আত্মীয়ও! তুঙ্গে বিতর্ক। বাদ দেওয়া হবে, প্রধান-সহ বেশকিছু নাম, জানালেন বিডিও।
৪। দিল্লি-যাত্রার আগেই অনুব্রতর বিরুদ্ধে বীরভূম পুলিশের এফআইআর। মিলল ৭দিনের হেফাজত। জামিনের আবেদনও করলেন না অনুব্রত। তিহাড়-যাত্রা ঠেকানোর কৌশল, অভিযোগ বিরোধীদের।
৫। আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে মৃত্যু। জিতেন্দ্র-পত্নী চৈতালিকে দ্বিতীয়বার নোটিস। আগামীকাল বাড়ি থাকতে বলা হল দরজায় সাঁটা নোটিসে। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে গতকাল ফিরতে হয়েছিল পুলিশকে।
৬। দিল্লি-যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ। ইডির প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা। আজ শুনানির সম্ভাবনা।