Remal Cyclone Update: রেমালে পণ্ড ভোট-প্রচার! জনসংযোগ সারতে পথে নেমে ডাকখোঁজ নেতা-প্রার্থীর
Lok Sabha Election: রেমাল যেন কোথাও একটা মিলিয়ে দিল যুযুধান দলগুলির প্রার্থী ও নেতাদের। প্রচার ছেড়ে প্রায় সবাইকে দেখা গেল রাস্তায়।
কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal Update) তাণ্ডবে প্রাকৃতিক দুর্যোগে বাতিল হয়েছে প্রচার কর্মসূচি। ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েই জনসংযোগ সারলেন শাসক-বিরোধী দলের প্রার্থীরা। ঘূর্ণিঝড়ের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়া ও উদ্ধারকাজ নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।
বাঁশ হাতে সৌগত, কাটার হাতে কাউন্সিলর, ধামাখালিতে মানুষের মাঝে নিরাপদ, ঝড়-বৃষ্টিতে রাস্তায় নুরুল, বৃষ্টি মাথায় রাস্তায় সৃজন। রেমাল যেন কোথাও একটা মিলিয়ে দিল যুযুধান দলগুলির প্রার্থী ও নেতাদের। প্রচার ছেড়ে প্রায় সবাইকে দেখা গেল রাস্তায়।
রেমালের (Remal Effect) তাণ্ডবে ভণ্ডুল হয়েছে প্রচার (Lok Sabha Election 2024)। বাতিল হয়েছে নির্ধারিত কর্মসূচি। তাই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েই জনসংযোগ সারলেন শাসক-বিরোধী সব পক্ষের প্রার্থীরাই। রাতভর অবিরাম বৃষ্টিতে জল জমেছে দমদমে। বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তিনি বলেন, 'সকাল থেকেই দুর্ভোগ, দুর্যোগ। কর্মসূচি যা ছিল বাতিল হয়ে গেছে। আমি এই আমি যেখানটায় আছি পিছনে অনেক জল জমেছে। আমি দেখতে এলাম। পুরসভার সাথেও কথা বলেছি। দেখলাম যে কত জল আছে।'
রেমালের তাণ্ডবে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে ভেঙে পড়েছে দুটি বড় গাছ। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি। জল জমে রয়েছে রাস্তায়। কাটার হাতে গাছ কাটতে নামলেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওযার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। দলীয় পতাকা হাতে দেখাল গেল তৃণমূল কর্মীদের। অসীম বসু বলেন, 'মানুষের জন্য় কাজ করা যেটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলে, ববিদা বলে সব সময় আছি। কলকাতা পুরসভাও করছে আমরা তার মধ্য়ে আমরাও আমাদের টিম নিয়ে, ওয়ার্ড ৭০-এর টিম নিয়ে নেমে পড়েছি। মানুষকে আশ্বস্ত করা সুস্থ রাখা এটাই আমাদের দায় দায়িত্ব।'
বৃষ্টির মধ্য়েই রাস্তায় নেমে পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রাকৃতিক দুর্যোগে প্রচার বন্ধ রেখে ধামাখালিতে রাস্তায় নেমে মানুষের মাঝে গেলেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। তিনি আজ ভোট প্রচার করেননি। বেড়মজুর ১ ও ২ -এ তাঁর আজকে প্রচার ছিল। অধীর চৌধুরীর আসার কথা ছিল। যেহেতু এই বিপর্যয় চলছে তাই তিনি প্রচার বন্ধ করেছেন। নিরাপদ সর্দার বলেন, 'প্রচার কী করব। ভোট তো হবে মানুষ থাকলে তারপরে। ভোট নির্দিষ্ট দিনে হবে এক তারিখে হবে। কিন্তু, এই আবহাওয়ায় ভোটের কী প্রচার হবে। মানুষের আজকে কত জায়গাতে গেছি আমি বাড়িতে বাড়িতে তাদের রান্না হয়নি দুপুর বেলা। জ্বালানি নেই।'
ধামাখালিতে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজির নুরুল ইসলামও। তৃণমূল প্রার্থী বলছেন, 'খুব মনে মনে চিন্তা হচ্ছিল কী হচ্ছে সন্দেশখালি। আমি বার বার খবর নিয়েছি। আমি আমার বিধায়ককেও ফোন করেছি রাতে কী অবস্থা চলছে। ওরা সারারাত জেগে। ক্য়াম্প করে খাওয়া-দাওয়ার ব্য়বস্থা থেকে শুরু করে সব কিছু ওরা প্রস্তুতি নিয়েছিল।'
ঘূর্ণিঝড় রেমালের জেরে হালতুতে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। রাত থেকেই বিদ্যুৎহীন গোটা এলাকা। ঘটনাস্থলে যান যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
রেমাল-নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'রেমালে ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারবর্গকে সমবেদনা জানাই। সমস্ত জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। আগমী ৩ দিন চলবে। গতকাল নিজে সন্ধে ৬ টা থেকে কালীঘাটের বাড়ি থেকে মনিটরিং করছিলাম।'
এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় রেমাল বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি কর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।