এক্সপ্লোর

Durga Puja Cultural Heritage: ‘মুখ্যমন্ত্রী কৃতিত্ব চুরি করেছেন বলা ভুল’, সুকান্তর অভিযোগ খণ্ডন করলেন গবেষিকা

Sukanta Majumdar: এ দিন পদযাত্রা থেকে রেডরোডের অনুষ্ঠানে হাজির ছিলেন গবেষিকা তপতী। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় মমতাকে।

কলকাতা: দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শহরে পদযাত্রা করেছে সরকার (Durga Puja Cultural Heritage)। দল-মত নির্বিশেষে সকলকেই তাতে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি-সহ বরাজ্যের বিরোধী শিবিরের নেতাদের অধিকাংশই তা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাতেই থামেনি বিতর্ক। বরং বাঙালির ঐতিহ্যবাহী দু্র্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির গায়ে রাজনীতির রং লেগেছে। যে গবেষিকা দুর্গাপুজো নিয়ে গবেষণা করেছিলেন, কেন্দ্র সরকার যাঁর তৈরি ডসিয়ার ইউনেস্কোর কাছে পাঠায়, সেই দু’পক্ষের কৃতিত্ব মমতা ‘চুরি’ করে নিয়েছেন বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি-র 9BJP) সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তা নিয়ে এ বার মুখ খুললেন স্বয়ং সেই বাঙালি গবেষিকা, তপতী গুহঠাকুরতা (Tapati Guha Thakurta)। সুকান্ত ভুল বলেছেন বলে জানিয়ে দিলেন তিনি। 

দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি নিয়েও রাজনৈতিক টানাপোড়েন

বৃহস্পতিবার সকালে ইউনেস্কোর প্রতি ধন্যবাদজ্ঞাপন পদযাত্রার আয়োজন হয় শহরে। তার পর রেডরোডে বিশেষ অনুষ্ঠানও ছিল। তা নিয়ে এ দিন মমতাকে তীব্র কটাক্ষ করেন সুকান্ত। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বরাবর একটি কাজে এক্সপার্ট। তা হল, অন্যের কৃতিত্ব চুরি করা। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রা বা প্রধান ইউনেস্কোতে কিছু পাঠাতে পারেন না। একজন বাঙালি গবেষিকা এ নিয়ে গবেষণা করে। তৈরি করেন ডসিয়ার, যা নজরে আসে কেন্দ্রীয় সরকারে। তার পর কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রকের মাধ্যমে ইউনেস্কোর কাছে যায়। তাতেই ইউনেস্কো বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী চাইছেন সেটাকে ঘটা করে পালন করে ভোটের ব্যবসা করতে এবং কৃতিত্ব চুরি করতে।’’ কৃতিত্ব যদি দিতে হয় কাউকে, তাহলে সেই গবেষিকা এবং যে কেন্দ্রীয় সরকারের প্রাপ্য বলেই প্রকারান্তরে জানান সুকান্ত। 

সিপিএম-এর (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মুখেও একই কথা শোনা যায়। তিনি বলেন, ‘‘তপতী গুহ ঠাকুরতা ডসিয়ার বানিয়ে ইউনেস্কোর কাছে দুর্গাপুজোকে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সার্বজনীন এই উৎসবকে সরকারি উৎসবে পরিণত করছেন। ছুটি দিয়ে, সার্কুলেশন দিয়ে জড়ো করছেন সকলকে। কারণ ইস্যুটাকে পাল্টাতে হবে, যাতে দুর্নীতি থেকে নজর ঘোরানো যায়। রোমা সাম্রাজ্যের সময় থেকে এমন হয়ে আসছে।’’

কিন্তু এ দিন পদযাত্রা থেকে রেডরোডের অনুষ্ঠানে হাজির ছিলেন গবেষিকা তপতী। তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় মমতাকে। অনুষ্ঠানের পর এ দিন এবিপি আনন্দের মুখোমুখি হন তপতী। তিনি বলেন, ‘‘আমার স্বীকৃতি অন্য কেউ কেড়ে নিয়েছেন, এটা বলা ঠিক নয়। কারণ আমরা যে এই কাজটি করেছি, তা যাঁদের জানার কথা, দুর্গাপুজো কমিটি থেকে শিল্পীরা সকলেই তা জানেন। বাংলার সরকার বিষয়টি জানত না, এটাও ঠিক নয়। কারণ আজ দ্বিবেদী সাহেব যেই পদে রয়েছেন, সেই সময় ওই পদে ছিলেন অর্চিবাবু। তাঁর কাছে গিয়েছিলাম আমরা। ওঁর অনুমোদন পেয়েছিলাম।’’

আরও পড়ুন: Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি

বিতর্ক নিয়ে তপতীর প্রশ্ন, ‘‘কৃতিত্বের প্রশ্ন উঠবে কেন? যাঁরা প্যান্ডেল বাঁধার কাজ করেন, তাঁরা থেকে রাজ্য সরকার, কলকাতা পুলিশ, সকলেরই অবদান রয়েছে। সরকারের অবদান রয়েছে কারণ সরকার একভাবে বিষয়টিকে সবকিছু নিয়ন্ত্রণ করে আসছে। সিল্পীদের কথা বেশি করে বলব। তাঁরাই বাংলার পুজোকে এই নান্দনিক জায়গায় নিয়ে এসেছেন।’’

 তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি শুরু হয়েছে, তা নিয়েও আপত্তি জানান তপতী । তিনি বলেন, ‘‘দেখলাম সোশ্যাল মিডিয়ায় আমার সম্পর্কে যা লেখা হয়েছে, তার অনেকটাই ভুল। আমি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স-এর ডিরেক্টর নেই। পাঁচ বছর আগে সেই পদ থেকে সরে এসেছি। অবসর নিয়েছি আমি। এখন সাম্মানিক অতিথি শুধু। কখনও প্রেসিডেন্সি কলেজের অধ্যাপিকা ছিলাম না। আমির ছবি দিয়ে  বলা হচ্ছে। আমি কিন্তু এ সব বলিনি কখনও। এ সব গল্পের কোনও মানে হয় না।’’

দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির নেপথ্যে তপতী

কৃতিত্ব নিয়ে এই বিতর্ক একেবারেই কাম্য নয় বলেও জানান তপতী। তাঁর কথায়, ‘‘আমার স্বীকৃতি বলা ভুল। অনেকের সঙ্গে মিলে কাজটি করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বীকৃতি চুরি করে নিয়েছেন, এটা আরও ভুল। মুখ্যমন্ত্রীর অবদান অন্য জায়গায়। হতে পারে কাজটা আমরা করেছি। হতে পারে প্রথমে জানা ছিল না ওঁর। আজ উনি জেনেছেন ডসিয়ারের কাজটা অনেকটাই আমরা করেছি।’’

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
Narendra Modi: ‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
Lung Cancer: ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
Anubrata Mandal:অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
Advertisement
ABP Premium

ভিডিও

South 24 Parganas: চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক তরুণীর |  ABP Ananda LiveArt Exibition: কলকাতার বুকে আয়োজিত হল বিশেষ চিত্র প্রদর্শনী | ABP Ananda LiveFire Incident: গভীর রাতের আগুনে আলিপুরদুয়ার শহরে ভস্মীভূত হয়েছে একটি বাড়িসহ ৭ টি দোকানKolkata News: খাস কলকাতায় আদালত চত্বর থেকে উদ্ধার হল বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Live Blog: হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
হরিণঘাটা থেকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, কড়া পুলিশি পাহারায় হল সরস্বতী পুজো
Narendra Modi: ‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির
Lung Cancer: ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা
Anubrata Mandal:অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
অনুব্রত জেল-মুক্তির পরে বীরভূমে 'বদল', চক্রান্ত দেখছেন কাজল! '২-৩ মাসে কী এমন হল যে পুলিশ মার খেল?'
Raj Chakraborty: সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'
সব সিরিয়ালের শ্যুটিং বন্ধের আশঙ্কা ! রাজ চক্রবর্তী বললেন, 'ছোট ছোট বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে না যাওয়াই ভাল..'
Madhyamik Exam 2025: মাধ্যমিকে অঙ্ক নিয়ে চাপা টেনশন ? এই পদ্ধতিতে পুরো নাম্বার, কী কী নজরে রাখবেন ? রইল লাস্ট মিনিট সাজেশন
মাধ্যমিকে অঙ্ক নিয়ে চাপা টেনশন ? এই পদ্ধতিতে পুরো নাম্বার, কী কী নজরে রাখবেন ? রইল লাস্ট মিনিট সাজেশন
Saraswati Pujo 2025: সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !
সরস্বতী পুজোর আগেই 'ভাঙা হল প্রতিমা' নদিয়ার চাপড়ায় !
Bangladesh Crisis: এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
Embed widget