![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি
UNESCO Heritage: জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপন মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দলমত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
![Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি Mamata Banerjee asks all to join Durga puja march to thank UNESCO for conferring it cultural heritage Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/01/bdb0da5eed416e676ffe6a1d49f5e8691661974184009338_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুমন ঘড়াই, অর্ণব মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর (UNESCO Heritage) স্বীকৃতি পেয়েছ। সেই উপলক্ষে শহরে বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রা (Durga Puja March)। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে দুপুর ২টোয় শুরু হবে মিছিল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ইউনেস্কোর প্রতিনিধিরা (Kolkata)।
বৃহস্পতিবার শহরে দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রা
তার আগে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "আমাদের কালকে, দুর্গোৎসব একমাস আগেই এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে। কাল আমরা UNESCO-কে থ্যাঙ্কস দিয়ে প্রোগ্রাম শুরু করছি। বেলা ২টোর মধ্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। তাঁরা আসুন দয়া করে।"
UNESCO-র 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই প্রেক্ষাপটেই, বৃহস্পতিবার দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে। মূল পদযাত্রাটি হবে কলকাতায়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপন মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দলমত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "যাঁরা হাঁটতে ইচ্ছুক জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওখানে, বিশ্ববন্দিত কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ছুঁয়ে। আমরা বিশ্ববাংলা, বিশ্বসেরা মা দুর্গা, গর্বের সঙ্গে আমরা কাল মিছিলটা করব। জেলায় জেলায় জেলার পুজো কমিটিগুলো করছে। আর কলকাতায় সল্টলেক, রাজারহাট, হাওড়ার আরবানটা, কলকাতাটা কলকাতায় থাকছে। বেলা ২টোয় মিছিল আমরা স্টার্ট করব। ওখান থেকে পায়ে পায়ে হেঁটে, আমরা ৭টা ওয়ার্ডের মধ্যে দিয়ে এসে আমরা রেড রোডে মিলিত হব।"
কিন্তু, বঙ্গের দুর্গাপুজোর হেরিটেজ শিরোপা লাভকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা এই কর্মসূচির গায়েও লেগেছে রাজনীতির রং। মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ১ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের আমন্ত্রণ জানিয়ে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু, এই নিয়ে আপত্তির কথা জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি বলেন, "আমি যাব না, আসলে এটায় ওঁর কৃতিত্ব নেই, তাই হাঁকডাক করছেন।" বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "উনি rally ছাড়া আর কী করছেন?"
দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপন পদযাত্রায় শামিল হতে নারাজ বিজেপি
এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "দেখুন ওঁদের সংকীর্ণ মানসিকতা বোঝাই যাচ্ছে। ইউনেস্কো-কে ধন্যবাদ জানিয়ে করা। তার মধ্যেও রাজনীতি খুঁজছেন। উনি যাবেন না, ঠিক আছে। কিন্তু ওঁকে বাদ দিয়ে আশেপাশের অনেক পুজো কমিটি আছে, তারা অংশ নেবে।" বৃহস্পতিবার দুপুর ২টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু হবে এই পদযাত্রা। শেষ হবে রেড রোডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)