RG Kar Case: 'নিজেদের স্বার্থে এসেছি..', RG করের মহা সমাবেশে কেন এই দাবি অভিনেত্রী সোহিনী সরকারের ?
Actress Sohini Sarkar ON RG Kar Case : RG করের মহা সমাবেশে বিস্ফোরক সোহিনী সরকার, কী বললেন অভিনেত্রী ?
কলকাতা: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে মহালয়ায় মহামিছিল। জুনিয়র ডাক্তারদের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। বিচার চেয়ে ফের পথে আন্দোলনকারীরা। এদিন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী সোহিনী সরকার। এদিন সোহিনী বলেন, 'অরাজকতা চলছে, আমাদেরকে বেঁধে দেওয়ার কিছু নেই, যে এইভাবে আন্দোলন করতে হবে।'
অভিনেত্রী আরও বলেন,' আমার তো মনে হয়, আমার কেন আপনার সবাই সহমত হবেন, স্বাস্থ্য ব্যবস্থা তখনই ঠিক হবে, যখন সেই দেশের মন্ত্রী নেতারা, সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে। সেই দেশ, তখনই এগিয়ে যাবে, যখন তাঁদের বাড়ির ছেলেমেয়ে সরকারি স্কুলে পড়বে। আমরা খুব সাধারণভাবেই কথা বলতে অভ্যস্থ। কিন্তু অরাজকতার জন্য অনেকেই মুখ খুলতে পারছেন না বলে, এদিন জানান তিনি। এদিন তিনি জুনিয়র ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আমাদের এই পথ চলায় সামিল হয়েছেন। আর আমরা এটাকে শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন বলতে রাজি নই। কারণ এটা একটা নাগরিক আন্দোলন। এখানে আমরা প্রত্যেকেই নিজেদের স্বার্থে এসেছি। আমাদের প্রত্যেকের মধ্যেই একজন তিলোত্তমা বাস করে।আমরা সেই অধিকার নিয়ে কথা বলতে এসেছি।'
রাত থেকে ভোর, সন্ধে পেরিয়ে আরও একটা রাত। আর জি কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ। চিকিৎসক ধর্ষণ-খুনে বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপ। এদিন মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনীর সুরে হয় প্রতিবাদ। ঘাটে ঘাটে তর্পণ, তিলোত্তমার বিচারের দাবিতে জলে ভাসানো হয় প্রতিবাদের প্রদীপ। প্রবল বৃষ্টির মধ্যেই বেহালায় অভয়ালয়া। রাস্তার ধারে মানববন্ধন প্রতিবাদীদের। সবার হাতে উড়ল জাতীয় পতাকা। ভোরের বর্ধমান দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক। এই স্লোগান দিয়ে মহালয়ায় ভোর দখল করেন নাগরিকরা। বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় মানববন্ধন। শিল্পীরা আঁকলেন ছবি, কেউ ধরলেন গান, তার সঙ্গেই জ্বালানো হল প্রদীপ।
আরও পড়ুন, রাতে কে হেঁটে বেড়ায় নুপূর পায়ে ? অলৌকিক ঘটনা হুগলির ২৯৩ বছরের প্রাচীন জমিদার বাড়ির পুজোয়
চুঁচুড়া আর শ্রীরামপুরেও মহালয়ায় ভোর দখল। ঢাক বাজিয়ে, নাচের তালে প্রতিবাদ জানালেন মহিলারা। প্ল্যাকার্ড নিয়ে শ্রীরামপুর বটতলা থেকে মিছিল করে গঙ্গার ঘাটে এলেন তাঁরা। চুঁচুড়াতেও হল প্রতিবাদ মিছিল।নদিয়ার চাকদাতেও ঢাকের বোলে ধ্বনিত হল প্রতিবাদ। সঙ্গে স্লোগান, তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আর জি কর।মহিলা ঢাকিদের নিয়ে প্রতিবাদ মিছিলের নেতৃত্বে মহিলারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।