RG Kar Live News: আর জি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ CBI-র
West Bengal Live News: রাজ্যের সব খবরের আপডেট সবার আগে...
LIVE
Background
আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। এবার সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করল CBI.
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে গতকাল হঠাৎ আন্দোলনকারীদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কথা দিচ্ছি কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পাল্টা ৫ দফা দাবিতে আলোচনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-কাণ্ডে গ্রেফতার করা হল DYFI নেতা কলতান দাশগুপ্তকে। সরকারি কর্মীর ওপর হামলার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, শান্তিভঙ্গের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হালতুর বাসিন্দা আরও একজনকে। ২ জনেরই ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-এ উঠে এসেছে তিন-তিনটে নাম। তার মধ্য়ে একটি নাম সাহেব। কে এই সাহেব? এবার সেই প্রশ্ন তুললেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি, ১৪-ই অগাস্ট আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান না নেওয়ার কথা
জানাল বেহালার আরও একটি ক্লাব। অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাবের ৫০ বছরের পুজোয় থাকছে না জাঁকজমক। বিচার পেলে আগামী বছর উৎসব হবে, জানিয়েছেন উদ্যোক্তারা।
RG Kar Case: সরকার কী লুকোতে চাইছে? কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর, প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকদের কেউ কেউ
সরকার কী লুকোতে চাইছে? গতকালের কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর, প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকদের কেউ কেউ। তবে সেই সঙ্গে ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেও প্রস্তুত তাঁরা। অন্যদিকে এরই মধ্যে নতুন অডিও পোস্ট করে, আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুণাল ঘোষ। যদিও তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা।
RG Kar Protest Live: আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের
আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। 'মৃত বলে ঘোষণার পরেও জেনারেল ডায়েরিতে চিকিৎসককে অচৈতন্য অবস্থায় উদ্ধার বলে উল্লেখ। হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সকাল ১০টা নাগাদ জানার পরেও এক ঘণ্টা দেরিতে হাসপাতালে যান টালা থানার ওসি। সকাল ১০টা নাগাদ জানার পরেও ১৪ ঘণ্টা দেরি করে মাঝরাতে এফআইআর', চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে সিবিআইয়ের রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি।
RG Kar Case: আর জি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ CBI-র
আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। লোপাট হয়েছে তথ্যপ্রমাণও। রবিবার আদালতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল সিবিআই।
RG Kar Protest Live: আর জি কর নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি, তার আগে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের
আর জি কর নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর মহামিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। ধর্নামঞ্চে শাঁখ বাজিয়ে স্লোগান উঠল বিচার চাই। শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করলেন স্কুল-কলেজের প্রাক্তনী, নার্স থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা।
RG Kar Case: হাসপাতালে ভর্তি শিশু সন্তানের পাশে ঘুমন্ত তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ওয়ার্ড বয়
হাসপাতালে ভর্তি শিশু সন্তানের পাশে ঘুমন্ত তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ওয়ার্ড বয়। পুলিশ জানিয়েছে, কড়েয়া থানায় রবিবার ওই তরুণী অভিযোগ দায়ের করেন।