RG Kar Case: সন্দীপ ও অভিজিৎ-কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে CBI
RG Kar Case CBI On Sandip Abhijit : সন্দীপ-অভিজিতের মোবাইল ফোন থেকে মিলেছে নতুন তথ্য, কোন পথে এবার মোড় নিয়ে চলেছে আরজি করের তদন্ত ?
কলকাতা: সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে সিবিআই। মূলত মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। কিন্তু গতকাল সন্দীপ-অভিজিৎকে হেফাজতে পায়নি সিবিআই। এরপরেই আজ তাঁদের দুই জনকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফত খবর, সন্দীপ-অভিজিতের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য ও টালা থানার সিসিটিভি ফুটেজ নিয়ে জেরা করা হবে।
আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করেছিল CBI.কোনও তথ্য় প্রমাণ লোপাট হয়নি। সঠিক পথে তদন্ত হয়েছে। আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ার পর বারবার এই দাবি করেছিল কলকাতা পুলিশ। তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগ খারিজ করে সিবিআই-এর দিকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পুলিশ কমিশনার। এই আবহেই অবশেষে তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল CBI। আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। এবার চিকিৎসকের ধর্ষণ-খুন মামলাতেও তাঁকে গ্রেফতার করল সিবিআই। তাঁর গ্রেফতারির খবর স্বাস্থ্য় ভবনের বাইরে ধর্নামঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
এই মামলার শুরু থেকেই বারবার প্রশ্নের মুখে পড়েছে সন্দীপ ঘোষের ভূমিকা। ২২ অগাস্ট সুপ্রিম কোর্টের শুনানির সময়, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন, তাঁদের মেয়ে অসুস্থ। পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে, সেটা হাসপাতাল। আধিকারিকরা সবাই চিকিৎসক। তাঁরা দেখলেই তো বুঝতে পারবেন, কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হল? এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কী ছিল?আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন, কোনও কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ বলে ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। ওই দিনই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন, RG কর কাণ্ডের আবহে দিল্লিতে শাহ-দরবারে সুকান্ত-শুভেন্দু, কী নিয়ে কথা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।