RG Kar Case: মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'
FEMA Letter To CM Mamata Banerjee ON RG Kar Case: আমরণ অনশনে ৯ জুনিয়র চিকিৎসক, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, হুঁশিয়ারি দিয়ে চিঠি একাধিক চিকিৎসকদের সংগঠন 'ফেমা'-র
কলকাতা: ধর্মতলা থেকে শিলিগুড়ি, আমরণ অনশনে ৯ জুনিয়র চিকিৎসক, মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র। 'অনশনরত জুনিয়র চিকিৎসকদের শরীর খারাপ হলে গোটা ডাক্তার সমাজ কর্মবিরতিতে যাবে', হুঁশিয়ারি দিয়ে চিঠি একাধিক চিকিৎসকদের সংগঠন 'ফেমা'-র ।
'ফেমা' হচ্ছে ৬৯ টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন। মুখ্যমন্ত্রীকে তাঁরা চিঠি দিয়ে লিখেছেন, যে আগামীকাল তাঁরা বৈঠকে বসুন ফেমার সঙ্গে। এতদিন পর্যন্ত গণতান্ত্রিক পথে অনেক আলোচনা হয়েছে। এই যে অচলাবস্থা চলছে , এবার দ্রুত তার সমাধান বের করা হোক। 'ফেমা'-র তরফে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে লেখা হয়েছে, 'কোনও শক্তি সেই আন্দোলনকে থামাতে পারবে না। আপনি সেই পদক্ষেপ নিতে আমাদের বাধ্য করছেন। যে আগুন জ্বলবে, কেন্দ্রীয় বাহিনী নামিয়েও নেভানো যাবে না ।গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক আলোচনা হয়েছে। কাল ওপেন ফোরামে আলোচনায় বসতে চাই, চাই লাইভ স্ট্রিমিংও। সরকারকে সমাধানের পথ বের করে দিতে চাই', মুখ্যমন্ত্রীকে চিঠি ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন 'ফেমা'-র।
মূলত শনিবার থেকে শুরু হয় আমরণ অনশন। ৪ দিনের মাথায় জুনিয়র চিকিৎসকদের কাছে আসে মুখ্যসচিবের মেল। যে আলোচনায় বসতে চায় সরকার। সেইমতোই গতকাল সন্ধ্যায় স্বাস্থ্যভবনে যান জুনিয়র চিকিৎসকরা। কিন্তু বৈঠক শেষে কার্যতই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। কারণ তাঁদের অভিযোগ কার্যত 'শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক' স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে বলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায় কোনও স্পষ্ট কথা বা আশানুরুপ সিদ্ধান্ত তাঁরা বৈঠকে শুনতে পাননি। এদিকে বৈঠকে যাওয়ার আগে জুনিয়ার ডাক্তারদের তরফে দেবাশিস হালদার জানিয়েছিলেন, রক্তে শর্করার মাত্রা কমছে। তবে শরীর দুর্বল হলেও মন দুর্বল হয়নি। দৃঢ়তা রয়েছে, বলে দাবি জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ অনশনের মাঝে স্বাস্থ্য ভবনের 'নিষ্ফলা বৈঠক' যেনও শেষ অবধি আরও ক্ষোভের মাত্রা বাড়িয়ে দেয়।
আরও পড়ুন, মহাসপ্তমীতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু স্ত্রী ও কন্যার ! গুরুতর আহত শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।