RG Kar Case Live Updates: আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান
RG Kar News Live Updates: আর জি কর ইস্যুতে উত্তাল বাংলা। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের।
LIVE
Background
বাড়ি-নার্সিংহোমে তল্লাশির পর এবার সুদীপ্ত রায়কে তলব ইডির। আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূলের চিকিৎসক-বিধায়ককে আজই সিজিও কমপ্লেক্সে সমন।
কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস।
থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের।
সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি।
থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার।
থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার।
দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।
তৃণমূলের সাংসদ পদ ছাড়া নিয়ে কটাক্ষ সৌগতর, পাল্টা জহর বললেন, 'সৌগতকে তো এবার সিটই দিচ্ছিল না। আজে বাজে কথা বলা বন্ধ করুন।'
বিচার চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গণ কনভেনশন। সামিল চিকিৎসক থেকে শিল্পী। ভোট দেওয়া মানেই টেকেন ফর গ্র্যান্টেড নয়, সতর্কবার্তা পরমের।
আরও বিপাকে সন্দীপ। সুদীপ্তকে আইএমএ বেঙ্গলের কড়া চিঠির পরেই সক্রিয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ১১দিনেও শোকজের জবাব না মেলায় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত।
চিকিৎসক ধর্ষণ-খুনের পরে কাদের সঙ্গে ফোনে কথা? সুদীপ্ত রায়ের বাড়ি-নার্সিংহোমে তল্লাশির পরে এবার ২ ডাক্তারকে ডেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
এবার মুখ্যমন্ত্রীকে রাজ্য মেডিক্যাল কাউন্সিল ভাঙার আর্জি আইএমএ বেঙ্গলের। নির্বাচনে দুর্নীতি, দ্রুত মামলার নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি সার্ভিস ডক্টর্স ফোরামের।
আর জি করে চিকিৎসকে ধর্ষণ-খুনের প্রতিবাদে নাগেরবাজারে মশাল মিছিল সুকান্তর। কাঁথিতে সভা শুভেনদুর।
আর জি কর-কাণ্ডে সুরক্ষা বিতর্কের মধ্যেই কৃষ্ণনগরে হাসপাতাল চত্বরেই মদের আসর! পূর্ত দফতরের ধৃত ২ ঠিকা শ্রমিকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারা পুলিশের। আদালতে জামিন।
১১। আর জি কর-কাণ্ডের জেরে এবার জৌলুস কমছে মল্লিকবাড়ির পুজোরও। সবাই দুঃখে আছে...এ বছর ১০০ বছর...এবার অন্যরকম হবে। বাইরের জন্য দরজা বন্ধ থাকবে
খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ! ট্যাংরায় নাকা চেকিংয়ের সময় ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবলের উপর দলবল নিয়ে চড়াও। গ্রেফতার মাত্র ৩! এখনও অধরা বাকিরা।
কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের মামলায় বেকসুর খালাস জগন্নাথ সরকার, মুকুল রায়-সহ ৩। বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে দোষী সাব্যস্ত ২। আজ সাজা ঘোষণা।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা-পরিস্থিতি। কামারপুকুর-ঘাটালে মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন দুর্গতরা। (অ্যাম...)
সামনে পেয়ে প্রশ্ন
বানভাসি দুই মেদিনীপুর, বীরভূম, হুগলি, হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুড়শুরা, ঘাটাল গিয়ে ডিভিসির ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী।
তৃতীয় মোদি সরকারের ৪ মাসেই এক দেশ, এক ভোট কার্যকর করার প্রস্তুতি। কোবিন্দ কমিটির প্রস্তাবে মন্ত্রিসভার সম্মতি। শীতকালীন অধিবেশনেই আসছে বিল।
WB News Live Updates: ধর্না উঠতে চললেও স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারদের
ধর্না উঠতে চললেও স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় জুনিয়র ডাক্তারদের। থ্রেট কালচার বন্ধে কমিটি তৈরির দাবি। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নিহতের বাবার।
West Bengal News LIVE: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের
WB News Live Updates: আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান
আন্দোলনের ৪২ দিন পর উঠছে কর্মবিরতি, শুধুমাত্র জরুরি বিভাগে যোগদান
West Bengal News LIVE: শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা
শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা
WB News Live Updates: কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা
কাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান তুলে নেবেন জুনিয়র ডাক্তাররা