RG Kar Case Live Updates: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের
West Bengal News Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
'"আরজি কর মামলার রায় কবে দেবেন?" প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে প্রশ্ন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপের।
টালা থানার ওসি-র পর এবার অ্যাডিশনাল ওসি-কে তলব সিবিআই-এর
মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য রাতের সাথী প্রকল্প চালু করার কথা মঙ্গলবার সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রাজ্যের তরফে। এই প্রকল্প নিয়ে তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করছে বিরোধীরা।
আর জি কর কাণ্ডে সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মানল সরকার। (RG Kar Case)
আর জি কর-কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা বললেন, "এটা আমাদের বড় জয়।" (Mamata Banerjee)
জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষপর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবিই মানল সরকার। আজ বিকেল ৪টের পর নয়া সিপি। কলকাতা পুলিশে বদল আনার ঘোষণা। (Vineet Goyal)
ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্না মঞ্চ। (Junior Doctors Protest)
সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা।
২ আইপিএস, ২ স্বাস্থ্য কর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা।
৫ ঘণ্টার বৈঠক। ৪ দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরেই সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের।
সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে ৪ পুলিশ, স্বাস্থ্য কর্তাকে।
বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ-খুনে নতুন ক্লু? কী থাকবে সিবিআইয়ের দ্বিতীয় স্টেটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে।
সিবিআইয়ের হাতে গ্রেফতারি টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ।
আর জি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কী ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআইয়ের। জিডির কপি নিয়ে গেল পুলিশ।
সকাল পৌনে ১০টায় দেহ উদ্ধার, এফআইআর চেয়ে টালা থানার ওসি-কে দুপুর পৌনে ৩টেয় চিঠি। কেন ৫ ঘণ্টা দেরি? ছত্রে ছত্রে অসঙ্গতির তদন্তে সিবিআই।
প্রশ্নের মুখে টালা থানার ভূমিকা। ফের সরব নিহত নির্যাতিতার পরিবার। কালীঘাটে বৈঠকের মধ্যেই সিবিআই চেয়ে মুখ্যসচিবকে চিঠি রাজভবনের।
উত্তরবঙ্গ মেডিক্যালে মাফিয়া চক্র, পরীক্ষা দুর্নীতির অভিযোগে তদন্তের অনুরোধ।
RG Kar Threat Culture: আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ
গতকাল তুলকালামের পর আজও আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ। আজ কমিটির সামনে ডাকা হয়েছে ১১ জনকে। গতকাল শুনানি না হওয়ায় রোহন কুণ্ডুকে ফের ডাকা হয়েছে।
Kolkata News: মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের
মিছিলের আগে ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা। সিপি-র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা সিপিএমের। 'আর জি কর কাণ্ডের প্রতিবাদ ঠেকাতেই সমাবেশ বন্ধ করতে চাইছে পুলিশ। দুর্গাপুজোয় কি মানুষ রাস্তায় বেরোবে না? মণ্ডপে বসে গল্প করাও কি নিষিদ্ধ?' প্রশ্ন মামলাকারীর। কাল ডাক্তারদের মিছিলেরও অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা। কালই জোড়া মামলার শুনানি।
West Bengal Floods: আরামবাগে জল কমতে শুরু করলেও ফের বৃষ্টির ফলে খানাকুলে প্লাবনের আশঙ্কা
আরামবাগে জল কমতে শুরু করলেও ফের বৃষ্টির ফলে খানাকুলে প্লাবনের আশঙ্কা। জলমগ্ন একাধিক গ্রাম।
West Bengal Floods: কংসাবতী নদীর বাঁধ ভেঙে জলের তলায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা
কংসাবতী নদীর বাঁধ ভেঙে জলের তলায় গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকা। এখনও জলের তলায় বিঘার পর বিঘা জমি। ফের বৃষ্টি হওয়ায় চরম আশঙ্কায় বাসিন্দারা। নদী বাঁধ মেরামতির কাজ শুরু হলেও সম্পূর্ণ হয়নি, প্রশাসন সূত্রে খবর।
West Bengal Floods: দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি
দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে ফের রাজ্যকেই দায়ী করল বিজেপি। 'ডিভিসি-র ছাড়া জলে নয়, রাজ্যের জলাধার থেকে ছাড়া জলে বানভাসি হয়েছে দক্ষিণবঙ্গ। ময়ূরাক্ষী, অজয়, কংসাবতী ও সুবর্ণরেখার জলেই ভেসেছে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। রাজ্যের ৪টি জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ ডিভিসি-র থেকে বেশি। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে নজর ঘোরাতেই কি রাজ্যের জলাধার থেকে জল ছাড়া হয়েছে?' নথি দেখিয়ে প্রশ্ন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের।